পত্রিকা প্রতিনিধি : গড়বেতা শিলাবতী নদীর তীরে দুটি বৈধ বালি খাদান থেকে বালি সরবরাহ বন্ধ করে অবরোধ করে ট্রাক্টর অ্যাসোসিয়েশনের লোকজনেরা, তাদের দাবি তাদের কাছ থেকে অনেক বেশি দাম দিয়ে বালি নিতে হচ্ছে ট্রাক্টর মালিকদের এবং দাম কমাতে হবে, এই দাবি নিয়ে গতকাল থেকেই বালি যাতায়াতের রাস্তা অবরোধ করে রাখে, এদিকে দুদিন ধরে বালি সরবরাহ না হওয়াতে গ্রামবাসীরা অধৈর্য হয়ে পড়েন তার কারণ গ্রামবাসীরা প্রায় ৪০০ জন ওই খাদানে কাজ করে , অবরোধকারী রাস্তার উপর থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে এরপরই শুরু হয় বচসার তারপরেই বজসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়, উভয়পক্ষের শুরু হয়েছে মারপিট। খাদান মালিকদের দাবি বন্ধ করা হয়েছে বালি খাদান যার ফলে ক্ষতির মুখে পড়ছেন খাদান মালিকেরা দীর্ঘদিন লকডাউন এর ফলে বন্ধ ছিল বালি খাদান কয়েকদিন আগেই খুলেছে বালি খাদান তারপরে আবার বন্ধ করে দেয়া হয়েছে বালি সরবরাহ এই বিষয়ে জেলাশাসক কেউ লিখিত অভিযোগ করেছেন তারা কিন্তু কোন লাভ হয়নি। বালি খাদানে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ।
0