Covid home
আরও পড়ুন ঃ–সাঁকরাইলে বিজেপিতে বড়সড় ভাঙন, প্রায় ৭০০ কর্মী দল ছেড়ে তৃণমূলে
পত্রিকা প্রতিনিধি: করোনা (Corona) মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি পুরসভা (Contai Municipality)। শহরে যে সমস্ত পরিবারে এক বা একাধিক সদস্য কোভিড আক্রান্ত হচ্ছেন, তাঁদের বাড়ির দেওয়ালে পুরসভার পক্ষ থেকে ‘করোনা বাড়ি’ লেখা স্টিকার সেঁটে দেওয়া হচ্ছে।
গত শুক্রবার (৫ জুলাই) কাঁথি শহরের ৬ নম্বর এবং ২১ নম্বর ওয়ার্ড এলাকায় দুটি বাড়িতে স্টিকার লাগানোর মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। পুরসভার পক্ষ থেকে আক্রান্তদের পরিবারের সদস্যদের ১৪ দিন বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। গৃহবন্দি থাকা পরিবারের সদস্যদের পুরসভা তাঁদের খাদ্যসামগ্রী কিংবা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজনের কথা জানালে পুরসভার পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে জানা যায়। ইতিমধ্যেই শহরে ৬-৭টি বাড়িতে এই স্টিকার লাগানো হয়েছে। তবে ‘করোনা বাড়ি’ নামকরণ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। তাঁদের বক্তব্য, এতে আক্রান্তের পরিবারের লোকজনকে স্থানীয় বাসিন্দা কিংবা প্রতিবেশীরা বাঁকা চোখে দেখতে পারেন। এমনকী পরিবারের সদস্যদের একঘরে করে দেওয়া হতেও পারে।
প্রসঙ্গত, বর্তমানে লকডাউন কিছুটা শিথিল হওয়ায় শহরের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় না রেখে ঘুরে বেড়ানোর প্রবণতা বেড়ে গিয়েছে। করোনা আক্রান্তদের পরিবারের লোকজনও ঘুরে বেড়াচ্ছেন। জমায়েত করছেন। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের বাইরে ঘুরে বেড়ানোর প্রবণতা বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিবেশীরাও সতর্ক হবেন। আক্রান্ত পরিবারগুলি সাহায্য চাইলে তাদের সবরকম সাহায্য করা হবে। প্রয়োজনে বাজার করে দেওয়া হবে। স্টিকার লাগানোর আগে পুরসভার পক্ষ থেকে আক্রান্তের গোটা বাড়ি স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে। ১৪ দিন পেরিয়ে যাওয়ার পর আক্রান্তদের বাড়ি থেকে স্টিকার খুলে নেওয়া হবে। অর্থাৎ কাগজে-কলমে নয়, স্টিকারের মাধ্যমে করোনা আক্রান্তদের চিহ্নিতকরণের এই নতুন পদ্ধতি শুরু করেছে পুরসভা। এপ্রসঙ্গে পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি বলেন, ‘করোনা বাড়ি’ স্টিকার লাগিয়ে কাউকে ছোট করা বা বিপদে ফেলা আমাদের উদ্দেশ্য নয়। আমরা জেলাশাসকের সঙ্গে কথা বলে তাঁর পরামর্শ মেনে আক্রান্তদের বাড়িতে স্টিকার লাগানোর সিদ্ধান্ত নিই।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid home
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore