বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুরে মহিলা থানার লকআপে পড়ুয়াদের উপর নৃশংস অত্যাচারের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করলেও জেলা শহর মেদিনীপুরে প্রতিবাদ জানিয়ে নাগরিক কনভেনশনের ডাক দিল ‘সিটিজেনস ফর জাস্টিস’ নামে একটি অরাজনৈতিক সংগঠন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/7. আগামী ১০ মার্চ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে। তাদের অভিযোগ, “মহিলা থানার লকআপে শান্তিপূর্ণ ছাত্র ধর্মঘট থেকে আটক ছাত্রীদের উপর নৃশংস অত্যাচার চালিয়েছে। আরজিকরের মতোই দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশের আধিকারিকরা।”
3/7. কলকাতা হাইকোর্টে এসএফআই এবং ডিএসও-র করা জোড়া মামলার শুনানি সোমবার হতে পারে বলে জানা গিয়েছে। আদিবাসী গবেষক পড়ুয়া ডিএসও নেত্রী সুশ্রীতা সরেনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে শনিবার সকালে মেদিনীপুর সদরের মিচকায় কিষাণ ও খেতমজদুর সংগঠনের ব্যানারে মিছিল করে আদিবাসী সমাজের মানুষজন।
আরও পড়ুন : হাওড়া লোকালে শিক্ষককে বেধড়ক মার দুষ্কৃতীদের! মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আরও পড়ুন : নকল সিও নিয়ে বালি পাচারে গুড়গুড়িপালে গ্রেপ্তার চার
4/7. উল্লেখ্য, গত ৩রা মার্চ ছাত্র ধর্মঘটের সমর্থনে ডিএসও কর্মীরা মিছিল করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটের কাছে পৌঁছাতেই ধর্মঘটকারীদের থানায় তুলে নিয়ে যায় পুলিশ। তার মধ্যে চার মহিলা কর্মীকে মহিলা থানাতে নিয়ে যায়। সেখানেই গভীর রাত পর্যন্ত নির্বিচারে অত্যাচার চালানোর অভিযোগ উঠে থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে।
5/7. জ্বলন্ত মোমের ছ্যাঁকা, বুটে লাথি, এমনকি কোমরের বেল্ট খুলেও মারা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তাঁর দাবি ছিল, এমন কোনো ঘটনা ঘটার অবকাশ নেই।” তবে পুলিশের বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে সারা রাজ্যে।
6/7. এক ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশ এক ডিএসও কর্মীর শরীরে হাঁটু দিয়ে চেপে রয়েছেন এবং অন্য এক পুলিশ লাথি মারছেন। পুলিশের গাড়ির ভেতর থেকে জল চাইলে। জল না দিয়ে তাকে চড় মারতে উদ্ধত হন এক পুলিশকর্মী। থানায় নিয়ে গিয়ে মহিলা কর্মীদের শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় গভীর রাত পর্যন্ত, এমনটাই অভিযোগ ডিএসও কর্মীদের। মেদিনীপুর কলেজেও এসএফআই মহিলা কর্মী সুচরিতা দাসকে পুলিশ তুলে নিয়ে যায় থানায়। সেখানে তাকেও মারধর এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
7/7. ওই ঘটনার প্রতিবাদে নাগরিক কনভেনশনের ডাক দিল “সিটিজেনস ফর জাস্টিস’ নামে একটি সংগঠন। সংগঠনের পক্ষে ডাঃ দীপক গিরি বলেন, “আরজিকরের ঘটনার সময় যে থ্রেট কালচারের প্রতিবাদে সরব হয়েছিল চিকিৎসকসমাজ, সেই থ্রেট কালচার সমস্ত জায়গায় এখনো বহাল রয়েছে। থানার অভ্যন্তরে নিরাপদ মনে করছেন না মহিলারা। কলেজের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিরা ঢুকে তাণ্ডব চালাচ্ছে। থ্রেট কালচার রুখতে এবং পুলিশি অত্যাচারের প্রতিবাদে এই নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। যেখানে রাজ্য এবং জেলার বিভিন্ন আইনজীবী, অধ্যাপক থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন উপস্থিত থাকবেন।”
আরও পড়ুন : এগরায় জঙ্গি সন্দেহে আটক ২ বাংলাদেশি
আরও পড়ুন : পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Citizen Convention
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper