Woman killed by Elephant Attack in Midnapore gramin

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জঙ্গলের গভীরে মহুল কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের ডুমুরকোটা এলাকায়। হাতি দেখতে পেয়ে সঙ্গীরা দ্রুত পালাতে সক্ষম হলেও ওই মহিলা হাতির সামনে পড়ে গিয়েছিলেন। শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:- মেদিনীপুর কলেজিয়েট স্কুল -কলেজের দ্বন্দ্বে ভুতুড়ে বাড়ি স্মৃতিবিজড়িত ঋষি রাজনারায়ণ বসুর আবাসন

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ঝাড়গ্রামে বিজেপির জেলা কার্য্যালয়ে হামলা- কান্ডের খেসারত, বহিষ্কৃত ‍দলের ৪ নেতা

মেদিনীপুর সদর ব্লক সহ পাশাপাশি জঙ্গলে এই মুহূর্তে মহুল ফল সবচেয়ে বেশি সংগৃহীত হয়। জঙ্গলমহলের বাসিন্দারা সেই মহুল সংগ্রহ করতে ভোর থেকে চলে যান জঙ্গলে। কারণ মদ তৈরি করতে এই মহুল চড়া দামে বিক্রি করা যায়। রবিবার ভোর থেকে ডুমুরকোটা গ্রামের কয়েকজন বাসিন্দা জঙ্গলের গভীরে গিয়েছিলেন রাতে গাছ থেকে পড়া সেই মহুল কুড়োতে। হঠাৎই তাদের পেছনে হাজির হয়ে যায় একটি দাঁতাল হাতি।

Elephant Attack

আরও পড়ুন:- ডেবরায় কিশোরী ‘খুন’, মেদিনীপুরে জেলা শাসক দফতরে বিক্ষোভ

Advertisement

আরও পড়ুন:- নেই জেলা ও শহর সভাপতি, মেদিনীপুরে তৃণমূলের মিছিলে নেতৃত্ব সৌমেনের

মহুল কুড়াতে ব্যস্ত ওই লোকজনের তিনজন বুঝতে পেরে পালাতে পারলেও মহিলা রাইমণি কিস্কু (৫০) পালাতে পারেননি। হাতিটি তাকে তুলে আছাড় মারে। সঙ্গে থাকা মৃতা মহিলার দেওর দেবু লাল বলেন, “হাতি আসার কথা বুঝতে পেরে আমি বৌদিকে সরানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সুযোগ পাইনি। আমরা তিনজন পালাতে পারলেও বৌদিকে সরাতে না পারায় হাতি তাকে মেরে ফেলল।”

আরও পড়ুন:- কল করতে গিয়ে ব্লাস্ট মোবাইল! প্রাণে বাঁচলেন পশ্চিম মেদিনীপুরের যুবক

স্থানীয় বাসিন্দা কমলেশ মাহাতো বলেন, “গত কিছুদিন ধরেই একটি দলছুট দাঁতাল হাতি এলাকায় ঘোরাফেরা করছে। কিন্তু সেটা থাকলেও এই মুহূর্তে মহুলের সময়। রোজগারের জন্য জঙ্গলমহল এলাকার আমাদের গ্রামের বাসিন্দারা মহুল ফল সংগ্রহ করতে এসেছিল। হাতির সামনে পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটলো।” হাতির উপস্থিতি নিয়ে গত এক সপ্তাহ ধরে বনদপ্তর এলাকার লোকজনকে সতর্ক করেছিল। তা সত্ত্বেও রোজগারের আশায় জঙ্গলমহলের লোকেরা ঝুঁকি নিয়ে চলে গিয়েছিলেন। এতেই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর দেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে বনদপ্তর।

আরও পড়ুন:- মেদিনীপুর মেডিক্যালের মর্গে দেহ নিতে গেলে টাকার দাবি কর্মীদের, উত্তেজনা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Elephant Attack

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.