Home » Wild Bird Hunting : দাসপুরে দেদার বন্দুক নিয়ে চলছে বন্য পাখি শিকার! শিকারীদের দৌরাত্ম্য বাড়লেও উদাসীন প্রশাসন

Wild Bird Hunting : দাসপুরে দেদার বন্দুক নিয়ে চলছে বন্য পাখি শিকার! শিকারীদের দৌরাত্ম্য বাড়লেও উদাসীন প্রশাসন

by Biplabi Sabyasachi
0 comments

Wild bird hunting is going on with Deda’s gun in Daspur! Despite the increase in the violence of the hunters, the administration is indifferent

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বন্দুক দিয়ে দেদার মেরে ফেলা হচ্ছে বন্য পাখি।প্রকাশ্যে বন্দুক হাতে পাখি শিকারীদের এহেন দৌরাত্ম্য বেড়েই চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার উদয়চক এলাকায়। স্থানীয়দের অভিযোগ,একাধিক বার বারন করা সত্বেও এলাকায় পাখি শিকার আটকানো যাচ্ছে না। এলাকার বেশকয়েকজন ব্যক্তি ইচ্ছামতো এলাকার বিভিন্ন প্রান্তে বন্দুক হাতে ঘুরে দেদার পাখি শিকার করে চলেছে।

Wild Bird Hunting
নিজস্ব চিত্র

এনিয়ে কিছু বলতে গেলে উল্টে তাদের থেকে ধমক খেতে হয়। বনদফতর বা প্রশাসন অবগত এলাকায় এভাবে পাখি শিকারের বিষয়ে কিন্তু তেমন কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ায় দিনদিন তা বেড়ে চলেছে। শুক্রবার বিকেল নাগাদ কয়েকজন পাখি শিকারী বন্দুক হাতে উদয়চক এলাকার একটি জঙ্গলে একের পর এক বিভিন্ন প্রজাতির পাখিকে তাক করে গুলি করে মেরে ফেলে শিকার করে নিয়ে যায়।যদিও স্থানীয় কয়েকজনের তাড়া খেয়ে তারা কয়েকটি শিকার করা পাখি ফেলে পালিয়ে যায়। ওই চোরা পাখি শিকারীদের পরিচয় জানা না গেলেও তারা ওই এলাকারই বলে জানা গেছে।

Wild Bird Hunting

Wild Bird Hunting
নিজস্ব চিত্র

মুলত পাখির মাংস খাওয়ার জন্য দিনদিন এভাবেই নির্বিচারে বন্দুক দিয়ে পাখি শিকারের প্রবনতা বেড়ে চলেছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার মানুষজন।এই ঘটনায় দাসপুর সুলতাননগর বিট অফিসের রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন,’আজও কিছু মানুষের মধ্যে পাখি শিকারের প্রবনতা রয়ে গিয়েছে,দাসপুরেও তেমনই ঘটনা ঘটছে। যেকোনও বন্য প্রাণী বা পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ।পাখি শিকার করবেন না ওরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে ওদেরও বাঁচার অধিকার রয়েছে।’ এমনই আবেদন করেন তিনি।

Advertisement

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Wild Bird Hunting

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.