Home » Chandrakona Rural Hospital : বিকল জেনারেটর, বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল, চরম ভোগান্তি

Chandrakona Rural Hospital : বিকল জেনারেটর, বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল, চরম ভোগান্তি

by Biplabi Sabyasachi
0 comments

Chandrakona Rural Hospital : বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ডুবে যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল। চরম ভোগান্তির শিকার হাসপাতালে ভর্তি রোগী থেকে তাদের পরিজনেরা। বর্তমানে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের ভিতর রোগীর ওয়ার্ডে মোমবাতি জ্বালিয়ে থাকতে হয় রোগী তার পরিজনদের।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বকেয়া জেনারেটর বিল, বিকল হাসপাতালের নিজস্ব জেনারেটর। বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ডুবে যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল। চরম ভোগান্তির শিকার হাসপাতালে ভর্তি রোগী থেকে তাদের পরিজনেরা। ৬০ সজ্জা বিশিষ্ট পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের এমনই বেহাল অবস্থায় ক্ষুব্ধ রোগী থেকে তাদের পরিজন সহ এলাকাবাসীরা।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে আচমকাই আগুণ লেগে ভস্মীভূত ২ টি ট্রলার, ক্ষতি কয়েক কোটি টাকা

জানা গিয়েছে, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের নিজস্ব একটি জেনারেটর বহু বছর আগেই বিকল হয়ে পড়ে তা সারানোর জন্য মোটা টাকার প্রয়োজন তার বন্দোবস্ত না হওয়ায় সারানো হয়নি। পরবর্তী সময়ে খড়গপুরের এক সংস্থা টেন্ডার নিয়ে হাসপাতালে জেনারেটর পরিষেবা দিচ্ছিল। কিন্তু সেই সংস্থার জেনারেটর চালানোর খরচ বাবদ হাসপাতালের কাছে বকেয়া বিল সাড়ে তিন বছরে প্রায় ১৪-১৫ লক্ষ টাকা।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বছর ঘুরলেও মেরামত হয়নি রাস্তা-কাঠের সেতু, ক্ষুব্ধ এলাকাবাসী

তা হাসপাতাল কর্তৃপক্ষ না দেওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসে হাসপাতালের বিএমওএইচ’কে চিঠি লিখে জেনারেটর পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দেয়। আর তারপর থেকেই সমস্যার সৃষ্টি হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা না থাকায় অন্ধকারে ডুবে যায় গোটা হাসপাতাল চত্বর ও রোগীদের ওয়ার্ডগুলিও। বর্তমানে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের ভিতর রোগীর ওয়ার্ডে মোমবাতি জ্বালিয়ে থাকতে হয় রোগী তার পরিজনদের।

আরও পড়ুন : গ্রামে অনুষ্ঠান দেখতে গিয়েছিল বাড়ির সদস্যরা! সুযোগ পেয়ে পরপর ৪ টি বাড়িতে চুরি পশ্চিম মেদিনীপুরে

Advertisement

এমনকি এসময় প্রচন্ড গরমে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের ওয়ার্ডে থাকতে না পেরে রোগী নিয়ে ওয়ার্ডের বাইরেও বেরিয়ে চলে আসে রোগী ও তার পরিজনেরা। একপ্রকার চরম ভোগান্তির শিকার হাসপাতালে ভর্তি রোগী ও তার পরিজনেরা,এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের বিএমওএইচ ডঃ স্বপ্ননীল মিস্ত্রি,এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানিয়েছেন সমস্যা সমাধানের জন্য।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Chandrakona Rural Hospital

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.