Home » অনাস্থায় এগরার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, অপসারিত প্রধান

অনাস্থায় এগরার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, অপসারিত প্রধান

by Biplabi Sabyasachi
0 comments

Pradhan Removed

পত্রিকা প্রতিনিধিঃ দলবিরোধী কাজের জন‍্য দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনলেন তৃণমূলের (TMC) টিকিটে জেতা পঞ্চায়েত সদস্যদের একাংশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা ২ নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত (Vivekananda Gram Panchayet)। তবে শুধুমাত্র অনাস্থা আনা নয়, পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারিতও করা হয় তাঁকে বলে জানা যাচ্ছে।উল্লেখ্য, এগরা ২ (Egra 2)ব্লকের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান রাজ নারায়ণ মান্নার ( Raj Narayan Manna) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা আনল শাসকদল তৃণমূল। তবে ওই গ্রাম পঞ্চায়েতের ১৮ জন সদস্য ও সদস্যা। ১৪ জন তৃণমূলের। বাকি ৪ জন অন্যান্য দলের। আর এদিন ১৪ জন সদস্যের মধ্য ১১ জন ভোটাভুটি দিয়ে অনাস্থা আনলেন প্রধানের বিরুদ্ধে। আর এদিনের অনাস্থা নিয়ে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মত। এলাকার দোর্দন্ড প্রতাপ নেতা বলে পরিচিত এই প্রধানকে ‘বাগে’ আনতে সব সদস্যরা যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন। গণ্ডগোলের আশঙ্কায় আগে থেকে হাজির ছিল এগরা থানার মহিলা পুলিশ, কমব্যাট ফোর্স।

আরও পড়ুন:- টিকাপ্রাপ্তদের শরীরে অ্যন্টিবডি কতখানি, মেদিনীপুর মেডিক্যাল কলেজের উদ্যোগে শুরু সমীক্ষা

Pradhan Removed

নিজস্ব চিত্র

প্রসঙ্গত, তৃণমূল পরিচালিত বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্নার বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগে আগেও অনাস্থা এনেছিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। যদিও সেটা পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না মেনে নেননি। ফলে বিষয়টি কাঁথি আদালত পর্যন্ত গড়ায়। আদালত সেই অনাস্থার উপর স্থগিতাদেশ দিয়েছিল। তবে পুনরায় পঞ্চায়েত সদস্যরা অনাস্থা আনলে সেই অনাস্থা কার্যকর হবে বলেও জানিয়েছিল আদালত। এরপর কাঁথি আদালতের সেই নির্দেশ মোতাবেক এদিন বিবেকানন্দ পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা পুনরায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বিজেপির হাতছাড়া গড়বেতার মাকলি গ্রাম পঞ্চায়েত, উল্লাস তৃণমূলের

এবিষয়ে এগরা ২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া বলেন, তৃণমূলের কোনও গোষ্ঠীকোন্দল নেই। “ওই প্রধান কাউকে মানতেন না। বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি। কাউকে সম্মান দিতেন না। আমরা বলেছিলাম, ওঁকে পদত্যাগ করতে। তাতে দলের ভাবমূর্তি স্বচ্ছ থাকবে। কিন্তু উনি করেনি। প্রায় সময় ওঁর নামে অভিযোগ আসত। কিন্তু উনি পদত্যাগের কথা শোনেননি। তাই পঞ্চায়েত মেম্বারদের সিদ্ধান্ত অনুযায়ী অনাস্থা এনে তাঁকে প্রধানের পদ থেকে সরিয়ে দিলেন সদস্যরাই।”

আরও পড়ুন:- মেদিনীপুর শহর জুড়ে কেজরিওয়ালের ছবি সহ পোস্টার, জল্পনা রাজনৈতিক মহলে

আরও পড়ুন:- ‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের

পাশাপাশি এবিষয়ে বিডিও কৌশিক রায় বলেন, এই ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছিল এর আগেই। কিন্তু ওই প্রস্তাবে স্থগিতাদেশ দেয় কোর্ট। আদালত যদি পদ্ধতি মেনে আবারও এমন প্রস্তাব দেয় তা গৃহিত হতে পারে। ১৮ জনের মধ্যে তৃণমূলের ১৪ সদস্যের ১১ জন প্রধানের বিপক্ষে ভোট দিয়েছেন এবং অনাস্থা গৃহিত হয়েছে।

আরও পড়ুন:- মেদিনীপুর শহর জুড়ে কেজরিওয়ালের ছবি সহ পোস্টার, জল্পনা রাজনৈতিক মহলে

আরও পড়ুন:- দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক পদে প্রশিক্ষণ প্রাপ্ত ৮৩ জনকে নিয়োগ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Pradhan Removed

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.