পত্রিকা প্রতিনিধিঃ বুনো হাতি তাড়ানোর দাবিতে রাস্তায় নেমে পথ অবরোধ করে ছিলো গ্রামবাসীরা। আর সেই পথ অবরোধের রেশ কাটতে না কাটতেই রবিবার বিকেলে সেই হাতির হানায় মৃত্যু হল এক নন্দ মাহাত (৫৬) নামের এক কৃষকের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার হিরুদিহ গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ওই কৃষক চাষের কাজ করার জন্য জমিতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎই এক হাতি তাকে তাড়া করে এবং ছুটতে না পেরে জমিতে পরে যায় ওই কৃষক। এরপর ওই কৃষককে হাতি শুঁড় দিয়ে তুলে আছাড় মারে । এরপর গ্রামবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে তুলে নিয়ে যায় ।
স্থানীয় গ্রামবাসীরা বলেন, এই গ্ৰামে প্রতিনিয়ত প্রায় ৫০টি হাতির দল এই গ্রামের মধ্যে প্রবেশ করে। আর গ্রামে ঘর বাড়ির সবজি সব নষ্ট করে দিচ্ছে । আর এবিষয়ে বন দপ্তরকে জানানো হলে এখনও তার কোনো সুরাহা হয়নি। আর ঘটনার প্রতিবাদে এদিন সকালে লালগড়ের বাসিন্দারা পথ অবরোধ করেছিলেন । আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন দপ্তরের আধিকারিকরা হাতি ধরার প্রতিশ্রুতি দিয়ে পথ অবরোধ তুলে দেন। কিন্তু সেই প্রতিশ্রুতির দু’ঘণ্টা সময় যেতে না যেতেই হাতির হানায় মৃত্যু হয় ওই কৃষকের। আর এই ঘটনার জেরেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় , পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।