yaas damaged
আরও পড়ুন ঃ-ফুঁসছে দিঘা ! রাত ৯ টায় হতে পারে আবারও তান্ডব , প্রবল ক্ষতিগ্রস্থ পূর্ব মেদিনীপুর
পত্রিকা প্রতিনিধি: শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই এক গ্রাম পঞ্চায়েতের গোবরা আঁচাইপুর গ্রামে রূপনারায়ন নদীর বাঁধ ভেঙে প্রায় ১৫০ টি বাড়ি জলে প্লাবিত।গ্ৰামবাসীরা তৎপরতার সাথে বাঁধ নির্মাণে আগ্রহী হয়েছেন। প্রশাশনের তরফ থেকে গ্রামবাসীদেরকে রিলিফ ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।তবে এই মুহূর্তে এলাকাবাশীরা বেশ আতঙ্ক কারন রাত্রিতে ভরা কোটাল এলে জলের তীব্রতা আরো বাড়তে পারে।
প্রশাসন তরফ থেকে গ্ৰামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছে প্রতি পদক্ষেপে পাশে থাকার।শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অমিত মন্ডল, প্রাক্তন সহকারী সভাপতি বামদেব গুছাইত,স্হানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সেক সিরাজুল সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যগন উপস্থিত থেকে বাঁধ নির্মাণের কাজ তদারকি করেন।এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দিলিপ মন্ডল বলেন-“জল প্লাবিত হয়ে তিনটি গ্ৰাম প্লাবিত হয়ে গেছে।আমরা তৎপরতার সহিত বাঁধ নির্মাণের কাজে লেগেছি। প্রশাসনের তরফ থেকে আমাদের একটি স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন।সব পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
yaas damaged
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore