coronavirus vaccine
আরও পড়ুন ঃ–খড়্গপুর- মেদিনীপুরে ফের বদলে গেল কনটেইনমেন্ট এলাকা, একনজরে দেখে নিন সংশোধিত তালিকা
পত্রিকা প্রতিনিধিঃ বেশ কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার কোলাঘাট(Kolaghat) গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের(Vaccine) কালোবাজারির অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের আজ, বুধবার কোলাঘাটের (Kolaghat) এলাকাবাসীদের মধ্যে অনেকের ভ্যাকসিনের(Vaccine)সময় হয়ে যাওয়া সত্ত্বেও তারা ভ্যাকসিন পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে টাকা হাতে নিয়ে ভ্যাকসিনের (Vaccine)কাগজ দেখিয়ে কোলাঘাট (Kolaghat)- যশাড় রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা।
এবিষয়ে অবরোধকারীরা বলেন, মুখ্যমন্ত্রীর(Chif Minister) কাছে অনুরোধ, যদি না আপনারা সরকারের পক্ষ থেকে ভ্যাকসিন দিতে পারেন তাহলে সরকার আমাদের থেকে টাকা নিয়ে ভ্যাকসিন প্রদান করুক। পাশাপাশি তারা আরও বলেন, প্রতিদিন ঘুরে যাচ্ছি ভ্যাকসিন নেওয়ার জন্য প্রতিদিন লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু ভ্যাকসিন পাচ্ছেন না। কিন্তু হাসপাতাল চত্বরে টাকা দিয়ে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে বলে এমনই অভিযোগ তোলেন তারা। তবে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে কোলাঘাট(Kolaghat) বিট হাউসের পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। যদিও এই সম্বন্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন (Vaccine)না আসার কারণে গত কয়েক দিন ধরে ভ্যাকসিন (Vaccine)পরিষেবা প্রদান বন্ধ থাকবে। তবে পুনরায় ভ্যাকসিন এলে নোটিশের মাধ্যমে হাসপাতালে্র (Hospital) তরফে তা জানানো হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore