Unusual Death : জীবনের বড় পরীক্ষায় ভালো ফল করলেও জীবনযুদ্ধে হার দাসপুরের পড়ুয়ার। মুম্বাইয়ে বিমান থেকে নামার কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয়ের এবারের উচ্চমাধ্যমিকের এক পরীক্ষার্থীর। তাঁর প্রাপ্ত নম্বর ৪৭৭।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জীবনের বড় পরীক্ষায় ভালো ফল করলেও জীবনযুদ্ধে হার দাসপুরের পড়ুয়ার। মুম্বাইয়ে বিমান থেকে নামার কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয়ের এবারের উচ্চমাধ্যমিকের এক পরীক্ষার্থীর। তাঁর প্রাপ্ত নম্বর ৪৭৭।
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে যু্গ্ম প্রথম পশ্চিম মেদিনীপুরের রিনি ও সম্প্রীতি, শহরে প্রথম স্নিতা
দাসপুর থানার ব্রাহ্মণবসান গ্রামের স্বপন মন্ডলের ছেলে বছর ১৮ এর আকাশ ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বাবা স্বপন মন্ডল পেশায় একজন স্বর্ণকার। আকাশের ইচ্ছে ছিল মুম্বাই শহর ঘুরে দেখা। পরিবারের তরফে জানা যাচ্ছে,বুধবার ৮ জুন মামা শুভেন্দু মণ্ডলের সাথে উড়োজাহাজে মুম্বাই পাড়ি দেন।
আরও পড়ুন : “মেডিক্যাল ছাড়া ভবিষ্যৎ নিশ্চিত নয়”! মেদিনীপুর শহরের তিন কৃতির ইচ্ছা ডাক্তার হওয়া
রাত প্রায় ২টা নাগাদ মুম্বাইয়ে মামার বাড়িতে পৌঁছালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানীয় বেসরকারী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ তাঁর মৃত্যু হয়। শুক্রবার ভোর রাতে দাসপুরের ব্রাহ্মণবসানে বাড়ির ছেলের মৃতদেহ পৌঁছাতেই সারা গ্রামে শোকের ছায়া।
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সামগ্রিক ফলে টেক্কা পূর্ব মেদিনীপুরের, প্রথম দশে ১২ পড়ুয়া
ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মাইতি বলেন, “আকাশ মণ্ডল খুবই ভালো ছেলে ছিল। পরীক্ষায় ৪৭৭ নম্বর পেলেও সে জানতে পারল না৷ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ও খুব পারদর্শী ছিল। মুম্বাই থেকে প্রাথমিকভাবে জানানো হচ্ছে আকশের হার্ট ব্লক হয়ে যায়, আর তাতেই এই মৃত্যু হয়।ঘটনা যাই হোক এই ভাবে গ্রামের ছেলের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে প্রথম দশে পশ্চিম মেদিনীপুরের ৩৫ পড়ুয়া
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Unusual Death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore