পত্রিকা প্রতিনিধিঃ এক পোস্টাল কর্মীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের বেলদায়।মানসিক অবসাদ থেকে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী এক ব্যক্তি।বাড়ির দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।মৃতের নাম রামকৃষ্ণ মাইতি(৪৮)।বাড়ি বেলদা থানার সুভাষপল্লী এলাকায়।পরিবার সূত্রে খবর ওই পোস্টাল কর্মীর বেশ কয়েক মাস ধরে কলকাতায় চিকিৎসা চলছিল।আজ সকালে বাড়িতে একা থাকার সুযোগে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি।জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার একটি পোস্ট অফিসে কর্মরত ছিলেন ওই ব্যক্তি।সোমবার সকালে খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।মানসিক অবসাদ থেকে আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের।বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে বেলদা থানার পুলিশ।ওই পোস্টাল কর্মীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
0