পত্রিকা প্রতিনিধি: মঙ্গলবার ভোররাতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত নারানদীঘি এলাকার দুটি কাঠের গোডাউনে আচমকা আগুন লাগে।স্থানীয় এক দোকানদার ভোর রাতে আগুন লাগার বিষয়টি দেখেন। এরপর তিনি স্থানীয় মানুষদের খবর দেন স্থানীয়রা এসে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর দেওয়া হয় পাঁশকুড়া থানার পুলিশকে।আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি কাঠের গোডাউন।ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই । স্থানীয় বাসিন্দা ও দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
তবে এই মুহূর্তে আগুন লাগার ফলে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে স্থানীয়রা অনুমান করেন মূলত শর্ট সার্কিট এর জেরেই এই আগুন লেগেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান-“সর্ট-সার্কিট থেকে আগুন লাগে। দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।কিন্তু আগুনের তাপমাত্রা একটাই বেশি ছিল যে স্থানীয়রা নেভাতে পারিনি।তৎক্ষণাৎ স্থানীয় পাঁশকুড়া থানায় খবর দেওয়া হয়।এবং দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে”।
দমকল বাহিনীর একজন বলেন -“পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তগর্ত নারায়ণদিঘিতে দুটি কাঠের দোকানে আগুন লাগে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটো স্টলে আগুন ছড়িয়ে পড়ে।দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।আহতের কোন খবর নেই।”