বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গভীর রাত থেকে সকাল পর্যন্ত দুটি পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। ওই ঘটনায় মারা গিয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছেন ২৩ জন। প্রথম ঘটনাটি, মঙ্গলবার গভীর রাতে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/7. পাঁচখুরি বাজার সংলগ্ন এলাকায় এক আদিবাসী যুবকের বিয়ের আয়োজন ছিল মঙ্গলবার রাতে। আদিবাসীদের নিয়ম অনুসারে, কোন যুবকের বিয়ে দিতে গেলে কোন একটি গাছের সঙ্গে তার প্রথমে বিয়ে দিতে হয়। সেই গাছের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পরিবারের লোকজন ও আত্মীয়রা সুসজ্জিত শোভাযাত্রা করে যাচ্ছিলেন।
3/7. পাড়া থেকে সামনে পিচ রাস্তার উপর দিয়ে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন তারা। রাত সাড়ে বারোটা নাগাদ তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাচরা এলাকা থেকে প্রচন্ড গতিতে লঙ্কা বোঝাই একটি পিকআপ ভ্যান হঠাৎ করে তাদের ওই শোভাযাত্রার উপর দিয়ে বেরিয়ে যায়। চারিদিকে ছিটকে পড়ে যান সকলে। পিকআপ ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পালিয়ে যায় পিকআপ ভ্যানের চালক।
আরও পড়ুন : হাওড়া লোকালে শিক্ষককে বেধড়ক মার দুষ্কৃতীদের! মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আরও পড়ুন : নিখোঁজের ১৮ বছর পর বাড়ি ফিরলেন কাঁথির ইসমাইল
4/7. প্রত্যক্ষদর্শীদের দাবি, পিকআপ ভ্যানের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয়রা সকলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার সকালে শ্যাম টুডু নামে এক যুবকের মৃত্যু হয়। বাকিদের মধ্যে তিনজনকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পরে পাঁচখুরী এলাকায় সকাল থেকে রাস্তা অবরোধ করে দেন আদিবাসীরা। তাদের দাবি, “এই এলাকায় যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণে বাম্পার দিতে হবে। সেই সঙ্গে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করতে হবে। আহত ও নিহত সকলের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।”
5/7. খবর পেয়ে সেখানে ছুটে যায় কোতয়ালি থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে। অন্যদিকে হাসপাতালে ভর্তি থাকা আহতদের সঙ্গে দেখা করতে যান খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মহকুমা শাসক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সকলের সঙ্গে কথা বলে চিকিৎসায় তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন চিকিৎসকদের।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
6/7. পাশাপাশি মঙ্গলবার সাত সকালে মেদিনীপুর শহরের মঙ্গল পান্ডে সরণিতে বেগতিক প্রাইভেট গাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল চায়ের দোকানে। ওই সময় পথচারী সহ চায়ের দোকানে থাকা পাঁচজন গুরুতর আহত হলেন। লন্ডভন্ড দুটি দোকানের জিনিসপত্র। গাড়িটি একজন আইনজীবীর ছিল। তবে আইনজীবী নিজে নেমে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান মেদিনীপুর হাসপাতালে। সেখানে ছুটে আসে পুলিশ।


7/7. প্রত্যক্ষদর্শীদের দাবি, “কালেক্টরেটের দিক থেকে ওই প্রাইভেট গাড়িটি প্রচণ্ড গতিতে পুলিশ সুপারের অফিসের রাস্তায় যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাঁক নেওয়ার পর গাড়িটি আর সোজা হতে পারেনি যে কোন কারনে। একেবারে প্রচণ্ড গতিতে বেঁকে গিয়ে পরপর দোকানের সামনে থাকা সামগ্রী ভেঙে তছনছ করে ধাক্কা মারে। এতে ওই রাস্তায় থাকা পথচারীসহ চায়ের দোকানে বসে থাকা লোকজন আহত হয়েছেন। জানা গিয়েছে, গাড়িটি সরকারি এক আইনজীবীর ছিলো। আইনজীবী ও তার গাড়ি চালক নেমে দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান মেদিনীপুর হাসপাতালে। ততক্ষণে সেখানে হাজির হয়ে গিয়েছিল কোতয়ালী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থী জমজ তিন ভাইকে ঘিরে কৌতুহল
আরও পড়ুন : বাংলাদেশের পুণ্যার্থী ছাড়াই মেদিনীপুর জোড়া মসজিদে উরুষ উৎসব
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper
#MedinipurAccident
#RoadAccident
#MedinipurNews
#TrafficSafety
#AccidentUpdate
#StaySafe
#BreakingNews
#TwoAccidents
#InjuryReport
#RoadSafetyAwareness