পত্রিকা প্রতিনিধি: সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানার অন্তর্গত এগারো মাইলের বাসস্ট্যান্ডের কাছে ।স্থানীয় সূত্রের খবর বুধবার ভোর বেলায় একটি মুড়ি- চপের দোকানে দুজন ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন । অপরদিক থেকে আসা একটি ৪০৭ গাড়ি সবং তেমাথানি থেকে পিংলা ব্লকের জামুনা এলাকায় যাওয়ার পথে এগারো মাইল বাসস্ট্যান্ডের কাছে খাবারের দোকানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মুড়ির দোকানে ।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের । ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অপরজনকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় । মৃত দুজনের নাম মঙ্গল কিস্কু (৬২) শেখ আব্দুর রশিদ (৬৮) । স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে পিংলা থানার খবর দিলে কুমিল্লার থানার পুলিশ এসে খড়গপুর ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে । গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালক ফেরার রয়েছে।
0