পত্রিকা প্রতিনিধি: সীমান্তে উত্তেজনার মধ্যে,হলদিয়াতে বন্দর ও আইওসির উপরে দুটি রহস্য জনক ড্রোন চিন ও ভারতের লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি এবং হলদিয়া বন্দরের সদর দফতরের মাথার উপর পর পর দু’দিন ড্রোন উড়তে দেখে রীতিমতো রহস্য দানা বাঁধলো।ঘটনাটা নজরে আসার সাথে সাথে একে গুলি করে নামানোর চেষ্টা করলেও ব্যার্থ হয়েছে শিল্প নিরাপত্তা বাহিনী।সঙ্গে সঙ্গে ড্রোন দু’টি পাতিখালির দিকে উড়ে চলে যায়।এর পর ফের ১৪ আগস্ট সকাল ৮.৩০মিনিট নাগাদ ইনল্যান্ড ওয়াটারওয়েজ জেটির মাথার উপর ওই ড্রোন দু’টি আবার দেখা যায়। haldia, haldia bengali news, purba meedinipur news, haldia news, biplabi sabyasachi news, latest bengali news, haldia bengali news
প্রসঙ্গত, ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ হয়। সেখানে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান। চিনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আসেনি।তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি অনুযায়ী এই সংঘর্ষে চিনের প্রায় ১০০ জন সেনার জীবনহানী হয় ।নিজেদের ব্যার্থতা ঢাকতেই মুখে কুলুপ দেয় চিন ।
এমন পরিস্থিতিতে ২৯ ও ৩০ আগস্ট রাতে ভারতের মাটি দখলের চেষ্টা চালায় লালফৌজ। সেই রেশ কাটতে না কাটতে ফের সোমবার চিনা আগ্রাসনের প্রচেষ্টা চালানোর সাক্ষী রইল লাদাখ সীমান্ত।যদিও চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় জওয়ানরা “প্রাচীর” হয়ে দাঁড়ালো আবার।
সংস্থার সূত্রের খবর, গত ১৩ অগস্ট রাত সাড়ে ১১টা নাগাদ আইওসি-র তেল শোধনাগারের মাথায় দু’টি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোন দু’টি আইওসি এবং বন্দরের সদর দফতর জওহর টাওয়ারের উপর উড়ছিল।হলদিয়া শিল্পাঞ্চলে ‘অতীব স্পর্শকাতর’ প্রতিষ্ঠান হিসাবে আইওসি এবং বন্দর চিহ্নিত হয়ে রয়েছে।স্বাভাবিক ভাবে এই এলাকায় ড্রোন উড়িয়ে কে না কারা নজরদারি চালালো তা নিয়ে রহস্য তৈরি হয়েছে নিরাপত্তা এজেন্সিগুলির মধ্যে। সিআইএসএফ-এর পক্ষ থেকে ঘটনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আনা হয়েছে। বিস্তারিত রিপোর্টও জমা পড়েছে নর্থ ব্লকে।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও ঘটনার খোঁজ খবর করছে। দুই বারই সিআইএসএফ পিছু ধাওয়া করলে এগুলি পাতিখালির দিকে চলে যায়।
আরো পড়ূণ- খড়্গপুর টাউন থানায় করোনার থাবা, শনিবারের রিপোর্টে আক্রান্ত ৩২ জন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi