Home » Illegal House : পঞ্চায়েত অফিসের ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ বাড়ি নির্মাণ তৃণমূল কর্মীর

Illegal House : পঞ্চায়েত অফিসের ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ বাড়ি নির্মাণ তৃণমূল কর্মীর

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গ্রাম পঞ্চায়েত অফিসের ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠলো এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। স্থানীয়দের তরফে অভিযোগ পেয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করলো গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। অবৈধ নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-২ ব্লকের উড়িয়াসী গ্রাম পঞ্চায়েতের গুজরাট গ্রামের খলিল মল্লিকের বিরুদ্ধে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

এ বিষয়ে খলিল মল্লিকের ছেলে লালচাঁদ মল্লিক বলেন,অঞ্চল সভাপতির কথায় ওই জায়গার ওপর একটি চা দোকান করার জন্য বাড়িটি তৈরি করা হচ্ছিল এবং তাঁরাও তৃণমূল করেন ।তবে বাড়ি তৈরির কোনও অনুমতি দেয়নি গ্রাম পঞ্চায়েত। তিনি আরও বলেন, গ্রাউন্ড লেভেল পর্যন্ত নির্মাণের পর গ্রাম পঞ্চায়েতের আপত্তিতে তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান নির্মল কুমার মান্ডি বলেন, অভিযোগ পাওয়ার পরেই ওই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই নির্মাণের কোনও অনুমতি দেওয়া হয়নি গ্রাম পঞ্চায়েত থেকে।

Illegal House

আরও পড়ুন : শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, করলেন দুই আদিবাসী কন্যার নামকরণ

আরও পড়ুন : “আদিবাসী-কুড়মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি”, শালবনীতে তোপ মমতার, ঝাড়গ্রামে কনভয়ে হামলায় আটক কুড়মি নেতা

বিষয়টি ব্লক প্রশাসন এবং ভূমি দপ্তরকে জানানো হয়েছে। পরবর্তীকালে ভূমি দপ্তর অনুমতি দিলে তা ভেঙে দেওয়া হবে। এ বিষয়ে গড়বেতা-৩ ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস বলেন, অবৈধ নির্মাণের বিষয়টা শুনেছি। ইতিমধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু খাস জায়গার উপর ওই নির্মাণ কাজ চলছিল,তাই ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। অবৈধ নির্মাণে মদত দেওয়া প্রসঙ্গে ওই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি মজিবুর মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন লাগেনি।

আরও পড়ুন : মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : নব জোয়ার যাত্রাতে জঙ্গলমহলে অভিষেকের পাশাপাশি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Illegal House

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.