পত্রিকা প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই আবারও রাজনৈতিক উত্তপ্ত পটাশপুর। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২
আড়গোয়াল গ্ৰাম পঞ্চায়েতের ইচ্ছাবাড়ি গ্রামে। উল্লেখ্য , মঙ্গলবার রাত প্রায় দশটা’র সময় তৃণমূল কংগ্রেসে আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। পাশাপাশি তাদের লক্ষ্য করে দুষ্কৃতীরা বেশ কয়েকটা বোমা চার্জ করে।
তবে এই হামলার ঘটনায় বিজেপি দলের চন্দন দোলাই, প্রশান্ত দোলাই সহ আরও ৩জন কর্মী সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ।তবে এই ঘটনার খবর জানতে পেরে স্থানীয় বিজেপি কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় কর্মীদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিস্ট হাসপাতাল নিয়ে যায়। তবে তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের কলকাতায় নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন , “হার্মাদের দল হল তৃণমূল, ওরা বোমা মেরে,বন্দুক চালিয়ে সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে,কিন্তু জনগন জেগে গেছে, ফলে তাদের এই বর্বর সন্ত্রাসের জবাব জনগনই দেবে।” অন্যদিকে বিজেপির অভিযোগ মিথ্যা বলে দাবি করে পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূলের কো অর্ডিনেটার মামুদ হোসেন বলেন, “ পটাশপুরে বিজেপির আদি ও নব্য বিজেপির গোষ্ঠী সংঘর্ষের ফলে এলাকায় রক্ত ঝরছে বলে অভিযোগ করেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন ।জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে এলাকার মানুষজনের অভিযোগ । জনসমর্থন হারিয়ে বহিরাগত দুষ্কৃতকারী দের নিয়ে নব্য বিজেপি রা এলাকা দখলের রাজনীতির খেলায় মেতেছে। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হ ওয়ার কথা জানান তিনি