BJP supporters
আরও পড়ুন ঃ–টিকা না পেয়ে তৃণমূলকে দুষে খড়্গপুর স্টেশনে তুমুল বিক্ষোভ হকারদের
পত্রিকা প্রতিনিধিঃ ‘যশ ‘(Yasa) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির(Khejuri) প্লাবিত এলাকার সাধারণ মানুষ এখনও পর্যন্ত আশ্রয়হীন, এখনও তারা ঘরে ফিরতে পারছে না। আর এই সুযোগে বিজেপি (bjp) সমর্থকদের উপর আক্রমণ ও বিজেপি(bjp) কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খেজুরী (Khejur) থানার নিজকসবা অঞ্চলে অলিচক (Alichak) গ্ৰামে। উল্লেখ্য, যশ -এর তান্ডবে সাধারণ মানুষ ঘর ছাড়া হতেই গতকাল রাতের অন্ধকারে বিজেপি দলীয় কার্যালয়ের মধ্যে থাকা ক্ষতিগ্ৰস্থ মানুষদের উপর তৃণমূল(Trinamool) আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। আর এই ঘটনার জেরে ২০ জন বিজেপি (bjp) সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ বিজেপির। তবে এই ঘটনার পর আহত সমর্থকদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে। অপরদিকে বারাতলা অঞ্চলের অন্তর্গত সাতসিমলী গ্ৰামের বিজেপি কর্মী তথা পেশায় রাজমিস্ত্রি শুভদ্বীপ ঢালি’র বাড়িতে মজুত থাকা রাজমিস্ত্রির সমস্ত সরঞ্জামে গভীররাতে কেরোসিন তেল ঢেলে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে সবকিছু পুড়িয়ে দেয় বলে অভিযোগ।
এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই (Tapas Dalai) বলেন, খেজুরিতে (Khejur) তৃণমূল (Trinamool) কংগ্রেস হেরে যাওয়ার কারণে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। আর এ ব্যাপারে স্থানীয় প্রসাশনের কোন হেলদোল নেই।খেজুরীর মানুষ তৃণমূল’কে প্রত্যাক্ষান করেছে। তাছাড়া শাসকদলের অত্যাচার এইভাবে চলতে থাকলে আমরা খেজুরীর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। তৃণমূলের এই নোংরা, বর্বর রাজনীতিকে ধিক্কার জানাই।
অপরদিকে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন (Mamud Hossain) বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল(Trinamool) কংগ্রেসের কোনো যোগ নেই। তাছাড়া এই ঘটনা হচ্ছে বিভিন্ন ব্যক্তিগত শত্রুতা , সমাজবিরোধীদের আক্রমণ কিংবা নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফল। সবটাকেই রাজনীতি উপর চাপানো ঠিক নয়। তাছাড়া তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাকে কখনো সমর্থন করেনি আর করবেও না।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP supporters
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore