আরও পড়ুন ঃ–ময়নায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের আগে একই পোস্টারে মুখ্যমন্ত্রীর সাথে থাকা অভিনেতা তথা তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডিপুর এলাকায়। তবে এই ঘটনার নজরে আসার পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, চণ্ডিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন সোহম চক্রবর্তী। তাই বিধানসভা কেন্দ্রে তৃনমূল কর্মীরা রাস্তার দুপাশে অভিনেতা সোহম চক্রবর্তী ফেস্টুন ও ফ্লেক্স লাগানো হয়েছিল। আর সেই সমস্ত ফেস্টুন ও ফ্লেক্স রাতে অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। পাশপাশি সোহমের মুখ কেটে নেয় দুষ্কৃতীরা।
স্থানীয় এক তৃণমূল কর্মী বনেন , নির্বাচন এগিয়ে আসতেই বিজেপি এই ন্যক্কারজনক কাজ করেছে। তাছাড়া মানুষ নির্বাচনে যোগ্য জবাব দেবে।তবে চণ্ডিপুর বিধানসভায় অভিনেতা জয় নিশ্চিত জেনেই বিজেপি এই চক্রান্ত চালিয়েছে। ঘটনার তীব্র ধিক্কার জানাই।
যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বরা। এক বিজেপি কর্মী বলেন , এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নয়। তৃণমূল গোষ্ঠীকোন্দলের কারণে এমন ঘটনা। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, এইসব করে প্রচারে আসার চেষ্টা করছে৷