Home » Trinamool : জেলা পরিষদে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল, বাদ পড়ল খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি, যাকে ঘিরে জোর চর্চা

Trinamool : জেলা পরিষদে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল, বাদ পড়ল খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি, যাকে ঘিরে জোর চর্চা

by Biplabi Sabyasachi
0 comments

Trinamool announced the list of candidates for Zilla Parishad. Kanika Mandi, the food executive name is dropped.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অবশেষে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করলো তৃণমূল। তাতে অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরা মতো বিধায়কদের নাম থাকার পাশাপাশি রয়েছে জেলা ঘাটাল সাংগঠনিক সভাপতি আশীষ হুদাইতের নামও। তবে তার থেকেও এখন জোর চর্চা শুরু হয়েছে জেলা পরিষদের বিদায়ী খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডির নাম না থাকা নিয়ে। গত একবছর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে খাদ্য কর্মাধ্যক্ষ হোন কণিকা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

তবে বুধবার কণিকা মান্ডি নাম প্রকাশের আগেই মনোনয়ন জমা দিয়েছেন ডেবরার একটি জেলা পরিষদ আসন থেকে। পরে তৃণমূলের প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে তার নাম নেই। উল্লেখ্য, একদিকে যখন আদিবাসী সম্প্রদায়ের সংগঠনগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক এবং তাদের তৃণমূলের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে রাজ্য নেতারা, ঠিক সেই সময় আদিবাসী কন্যা তথা বিদায়ী খাদ্য কর্মাধ্যক্ষের নাম বাদ। কণিকা জানিয়েছেন, “প্রথম থেকে শুনেছিলাম আমার নাম থাকবে। ব্লক সভাপতিও জানিয়েছিলেন আমি প্রার্থী হচ্ছি।

Trinamool

আরও পড়ুন : কুড়মি আন্দোলন প্রভাব ফেলল পঞ্চায়েত ভোটে, শাসকদলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মনোনয়নে হাজির কুড়মি নেতারা

আরও পড়ুন : কেশপুরে পঞ্চায়েতের ‘স্বচ্ছ’ মুখ হোসিরুদ্দিন ও মঞ্জু দলবেরা! অভিষেকের ঘোষণা মতো মনোনয়ন জমা করলেন মঞ্জু

সেই জন্য আমি মনোনয়ন জমা দিয়েছি। তবে পরে বিকেলে দেখলাম তালিকায় আমার নাম নেই। বিষয়টি নেতাদের জানাবো।” তিনি আশাবাদী দল তাকে প্রার্থী করবেন। এক তৃণমূল নেতা বলেন, “এটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তালিকা তৈরি হয়েছে। কেন তার নাম নেই সেটা বলতে পারবো না।” তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি? বিজেপির এক নেতা বলেন, “চুরি করে, তোলাবাজি করে যারা টাকা উপরের নেতাদেরকে দিতে না পারবে, তারা টিকিট পাবে না। এটাই তৃণমূলের নীতি। সে ক্ষেত্রে হয়তো কণিকা টাকা দিতে পারেনি। তাই টিকিট পায়নি।”

আরও পড়ুন : দিলীপ ঘোষকে দেখে চোর চোর বলে স্লোগান তৃণমূলের

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিন নির্বিঘ্নে কাটল পশ্চিম মেদিনীপুর জেলায়, অব্যবস্থার অভিযোগ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Trinamool

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.