Traffic Police
আরও পড়ুন ঃ–একটানা বৃষ্টিতে ঝাড়গ্রামের ডুলুং নদীতে বাড়ছে জল , চরম সমস্যায় এলাকাবাসী
পত্রিকা প্রতিনিধি: ‘বাবার মাথা ভীষণ দামি, হেলমেটেতে ঢাকা। ছোট্ট মাথার নেই কোনও দাম, আমার মাথা ফাঁকা!’ সেফ ড্রাইভ, সেভ লাইফ (Safe Drive, Save Life) কর্মসূচীতে পুলিশ ব্যবহার করেছে এই লাইন গুলো।
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার বিভিন্ন থানায় তৈরি হয়েছিল হোর্ডিং বা প্ল্যাকার্ড। তবে সেই হোর্ডিং বা প্ল্যাকার্ড দেখে কোনও শিক্ষাই নেয়নি। আজও রাস্তায় দেখা মিলছে বাইকে মাথায় হেলমেট বিহীন শিশুদেরও। অনেক ক্ষেত্রে চালকের মাথায় হেলমেট থাকলেও পিছনের আসনে বা সামনে জ্বালানির ট্যাঙ্কের উপরে বসা শিশুর মাথা থাকছে ফাঁকা। রাস্তার মোড়ে মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সামনে দিয়েই খালি মাথায় দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বাইকে সওয়ার মা-বাবারা।
বৃহস্পতিবার মেদিনীপুর (Paschim medinipur) শহরে সেই সমস্ত বাইক আরোহীদের আটকে শিশুদের মাথায় হেলমেট পরিয়ে দিলেন ট্রাফিক পুলিশের (Paschim Medinipur traffic police) আধিকারিকরা। পাশাপাশি বোঝালেন শিশুর মাথার দামও। কোনো দুর্ঘটনা ঘটলে বাইকে থাকা শিশুটিরও যে ক্ষতি হতে পারে তাও বোঝালেন। পুলিশ বোঝালেন, বাইক আরোহীও বুঝলেন। কাল থেকে পালন করবে তো? প্রশ্ন থাকছেই। কারণ এই ধরণের কর্মসূচী এর আগেও বহুবার পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। পুলিশের এক আধিকারিক বলেন, সচেতন করতে নিয়মিত এই ধরণের কর্মসূচী চলবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Traffic Police
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore