Digha Sea
আরও পড়ুন ঃ– পূর্ব মেদিনীপুরে পুলিশের চার সাব-ইন্সপেক্টরকে বদলি করা হল উত্তরবঙ্গে
আরও পড়ুন ঃ– ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের বেলপাহাড়িতে, ক্ষোভ বন দফতরের বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধিঃ রাত পোহালেই ১৫ই আগস্ট। আর তার আগে দিঘাতে পর্যটকেরা ঢল নামলেও দিঘা(Digha) বেড়াতে আসা আনন্দটাই যেন মাটি হয়ে গিয়েছে। তবে এই ঘটনা নিয়ে পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের ঢেউ তুলেছে। তবে বঙ্গ রাজনীতিতে এখন রং বদলের ঢেউ। আজ হয়ত যিনি জোড়া ফুলে, কাল তিনি পদ্মে। আবার পরশু ফের ঘাসফুলে। কিন্তু, তাই বলে সমুদ্রের জলেরও রং বদল। তাও আবার দিঘায় !দিঘার সমুদ্রের জল কোভালামের আরব সাগরের মতো নীল নয়। কিন্তু, তাই বলে এমন কাদা-জলের মতো রংও তার নয়।তবে দিঘার সমুদ্রের জলে হঠাৎ করে ভোলবদল! সমুদ্রের নীলচে জল বদলে কাদা-ঘোলাটে বর্ণ ধারণ করেছে। আর এই ঘটনা দেখে জলে স্নান করতে নামছেন না পর্যটকরা। কিন্তু কী কারণে এমন হল? পরিস্থিতি খতিয়ে দেখছেন সমুদ্র বিশেষজ্ঞরা। তাছাড়া সৈকতের ওল্ড থেকে নিউ, পুরো দিঘাতে সমুদ্রের জল এদিন হঠাৎ করে রং পরিবর্তন করেছে। একেবারে ঘোলাটে কাদা মিশ্রিত রং। তবে গতকাল দিঘার সমুদ্রের জলের রং এমন ছিল না।
আরও পড়ুন ঃ– আজকের রাশিফল – ১৪ আগষ্ট ২০২১, বাঃ – ২৮ শ্রাবণ ১৪২৮
আরও পড়ুন ঃ– মেদিনীপুর শহরের এক হোটেলে মধুচক্রের আসর, হানা দিয়ে কয়েকজনকে আটক করল পুলিশ
Digha Sea
আরও পড়ুন ঃ– দিনেদুপুরে ছিনতাই ঝাড়গ্রাম শহরে, এলাকায় চাঞ্চল্য
আরও পড়ুন ঃ– পূর্ব মেদিনীপুরে স্কুলের মহিলা শিক্ষাকর্মীকে জাতপাত তুলে গালি, অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার
এমন ঘোলাটে রঙের জন্য বহু পর্যটক সমুদ্রে স্নান করতে নামেন নি। যেসব পর্যটকরা সমুদ্রে স্নান করতে নেমে ছিলেন , তাদের জামা কাপড়ে সেই কাদা জল লেগে যায়। সমুদ্রের জলের রং হঠাৎ করে এমন পরিবর্তনের কারণ নিয়ে, পর্যটকদের মধ্যে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি, কোনও অঘটন যাতে না ঘটে, তারজন্য চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং চলছে।তাছাড়া এরাজ্যের মুর্শিদাবাদ(Murshidabad), হাওড়া(Howrah), কলকাতা(Kolkata), পুরুলিয়া(Purulia) সহ প্রভৃতি বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত পর্যটকেরা দিঘার সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে এসেছিলেন। আজ,শনিবার সকাল থেকে দুপুর হতেই সমুদ্রস্নান বন্ধ করে ফিরে যেতে হচ্ছে বাড়ি। যদি ও যদিও এমনটা হওয়ার কারণ এখনো স্পষ্ট নয়।
Digha Sea
আরও পড়ুন ঃ– পূর্ব মেদিনীপুরে আবাস যোজনার টাকা উপভোক্তার বদলে তৃণমূল নেতার অ্যাকাউন্টে, চাঞ্চল্য
আরও পড়ুন ঃ– আকালের বাজারেও অফ-ক্যাম্পাসিংয়ে রেকর্ড চাকরি মেদিনীপুর কলেজে
এবিষয়ে পর্যটকগণের দাবি, “ এমন কাদা মিশ্রিত ঘোলাটে জল এর আগে কখনও দেখিনি।” পর্যটকদের কথায়, “এদিন ভোর সকালে দিঘার সমুদ্রের জল ভালো থাকলেও। হঠাৎ করে রং পরিবর্তনের কারণ কি? তা বুঝতে পারলাম না। তবে জামাকাপড় কাদা হয়ে যাওয়ার ভয়ে, এদিন স্নানে নামিনি। জলের রং পরিবর্তনটা খুব চোখে লাগছে। এর আগে বহুবার দিঘা এসেছি। এমন ঘোলাটে জল কখনও দেখিনি। দিঘায় এসে এটা একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হল।”
আরও পড়ুন ঃ– পূর্ব মেদিনীপুরে পুলিশের চার সাব-ইন্সপেক্টরকে বদলি করা হল উত্তরবঙ্গে
আরও পড়ুন ঃ– রাতারাতি কোটিপতি!১৫০ টাকা খরচ করে ১ কোটির মালিক খেজুরির যুবক
আরও পড়ুন ঃ– পূর্ব মেদিনীপুরে স্কুলের মহিলা শিক্ষাকর্মীকে জাতপাত তুলে গালি, অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার
আরও পড়ুন ঃ– ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Digha Sea
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore