শুভম সিং: পুজোতে পর্যটকদের জন্য দিঘা,মন্দারমণি-তাজপুর সহ সৈকত শহরগুলি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রে তলিয়ে গিয়ে পর্যটক মৃত্যুর ঘটনা ঘটল।মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্রের দীঘার ক্ষণিকা ঘাটের কাছে সমু্দ্রে স্নান করতে নেমে ডুবে গেলেন ১ পর্যটক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘা সমুদ্রের ক্ষণিকা ঘাটে এদিন দুপুরে স্নান করতে নেমেছিলেন ওই পর্যটক।এরপর সমুদ্রে স্নান করতে করতে হঠাৎই ডুবে যান ওই পর্যটক। Digha News, digha sea, drown, purba medinipur news
আরো পড়ুন- বিজেপি কর্মীকে খুন, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে
এরপর ঘটনাটি স্থানীয় পর্যটক ও নুলিয়াদের নজরে আসা মাত্রই তারা তৎক্ষণাৎ সমুদ্রে নেমে ওই ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে।তবে এখনও পযর্ন্ত ওই পর্যটকের কোনো পরিচয় মেলেনি।তবে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi