Home » কাজ হারানোর আশঙ্কায় হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ

কাজ হারানোর আশঙ্কায় হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

Losing work

আরও পড়ুন ঃ৫১ বছরের ইতিহাসে সর্ববৃহৎ জাহাজ এল হলদিয়ায়

পত্রিকা প্রতিনিধিঃ হিরন্ময়ী এনার্জি লিমিটেড(Hiranmaye Energy Limited)
শ্রমিক বিক্ষোভ। গত ১১ থেকে ১২ বছর ধরে কাজ করে আসছেন ওই এলাকার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের শ্রমিকরা(Workers)। তবে কারখানার শুরুতেই তাদেরকে হিরন্ময়ী এনার্জি লিমিটেড(Hiranmaye Energy Limited)কর্মী হিসেবে অল্প বেতনে কাজ শুরু করেছিলেন । নির্মাণ শ্রমিক(Workers) হিসেবে দীর্ঘ ১১ বছর । বর্তমানে ওই কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কিন্তু হঠাৎই তাদেরকে এসএমএস(SMS) এর সাহায্যে জানিয়ে দিল কোম্পানি (Company)আর নিজস্ব বেতন করবে না । কোন কন্টাকটার নিয়োগ করছেন হিরন্ময়ী এনার্জি লিমিটেড।(Hiranmaye Energy Limited) তার মারফত তাদের বেতন হবে। বিদ্যুৎ উৎপাদনের একটি হলদিয়া ( Haldia) প্রতিষ্ঠান। তবে এই কারখানার উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই কোম্পানি(Company) ঐ এলাকায় কিসমত শিব রামনগর, কশবেড়িয়া পরিবেশ দূষিত না হয় তার জন্য বিভিন্ন সময় এলাকার মানুষদের স্বার্থে স্বাস্থ্যপরীক্ষা, গাছ লাগানোর কর্মসূচি করেছিলেন। তবে ওই এলাকা থেকে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রায় ৮২ জন শ্রমিক কাজ করেন। বিভিন্ন দপ্তরে গাড়ির ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, নির্মাণ শ্রমিক সব মিলিয়ে ।কিন্তু কোম্পানি (Compay) এখন উৎপাদন শুরু হয়েছে প্রথম থেকে যে বেতন আজ পর্যন্ত সেই ভেতরেই সীমাবদ্ধ রেখেছেন কোম্পানি (Company)।কিন্তু হঠাৎ তাদের কন্টাক্টর মারফত বেতন দেওয়া শুরু করছে কোম্পানি। তারা কর্মহীন হওয়ার আশঙ্কা ভুগছেন । দীর্ঘ ১১ বছর তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। তা সত্ত্বেও তারা কাজ করছিলেন কিন্তু তাদের কে না জানিয়ে কন্ট্রাক্টরে সঙ্গে কেন যুক্ত করা হল। আর সেই নিয়ে প্রশ্ন, সকাল থেকেই গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন। এবিষয়ে পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলা তৃণমূল(Trinamool )যুব সহ-সভাপতি আজগর আলি পল্টু বলেন, আমাদেরমা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় সরকারে থাকতে কোনোভাবেই কোনো শ্রমিককে স্বার্থ বিনষ্ট করতে দেব না ।আমরা ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়ে এই সমস্যা মিটিয়ে নেব।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Losing work

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.