Home » Fake Sister : নকল বোন সাজিয়ে এনে পৈত্রিক সম্পত্তি বিক্রির চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে রেজিস্ট্রি অফিসে আটক ৩ মহিলা সহ ৫ অভিযুক্ত

Fake Sister : নকল বোন সাজিয়ে এনে পৈত্রিক সম্পত্তি বিক্রির চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে রেজিস্ট্রি অফিসে আটক ৩ মহিলা সহ ৫ অভিযুক্ত

by Biplabi Sabyasachi
0 comments

Trying to sell patrimonial property by arranging fake sisters! 5 accused including 3 women detained in West Midnapore registry

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রতারণার নতুন ছক, এবার বোনেদেরকে ফাঁকি দিয়ে অন্য মহিলাদের টাকার বিনিময়ে বোন সাজিয়ে বাবার জমি বিক্রয়ের চেষ্টা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর পুলিশ আটক করল ৩ মহিলা সহ ৫ অভিযুক্তকে। অভিযোগ ৩ অপরিচিত মহিলাকে নিজেদের বোন সাজিয়ে জমি বিক্রয়ের চেষ্টা দুই ভাইয়ের। সে চেষ্টা হাতে নাতে ধরে ফেলেছেন ক্রেতাপক্ষ। ঘটনাটি দাসপুর থানার বৈকুন্ঠপুর মৌজার বাসুদেবপুর এলাকার।

আরও পড়ুন:- পিংলা কাণ্ডে ধৃতকে তোলা হল মেদিনীপুর আদালতে, বিক্ষোভ জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরে

Fake Sister
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২০ বছর সশ্রম কারাদন্ড যুবকের

জমির বর্তমান মালিক কমলাকান্ত মুখার্জীর দুই ছেলে ও ৩ মেয়ে। গ্রামে জমি থাকলেও কর্মসূত্রে সব ছেলে মেয়েরা বাইরে। অভিযোগ, সম্প্রতি বৈকুণ্ঠপুরের সেই জমি বিক্রয়ের জন্য বৈকুন্ঠপুরেরই বাসিন্দা বাদল ভুক্তার থেকে মোট ৮৫ হাজার টাকা নিয়েছিলেন দুই ভাই কিশোর মুখার্জি ও আশোক মুখার্জী। ক্রেতাদের পক্ষ থেকে কিংকর দোলই জানান, “মাঝে দলিল লেখার সময় হাওড়ার শিবপুর থেকে কিশোর ও অশোক ৩ বোনকে নিয়ে দাসপুরে বকুলতলায় রেজিস্টি অফিসে এসেছিলেন। আজ ১৩ এপ্রিল বুধবার ওই জমি সরকারিভাবে হস্তান্তরের কথা ছিল।

Fake Sister

আরও পড়ুন:- শিকারকে কেন্দ্র করে শিকারিদের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা লালগড়ে

Advertisement

আরও পড়ুন:- ঝাড়গ্রামে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২

কিন্তু হঠাৎ দেখা যায় অশোক ও কিশোর তাদের সাথে যে ৩ জনকে বোন বলে নিয়ে এসেছেন, তাঁরা সে দিনের সেই ৩ মহিলা নন। এমনকি তাঁদের কাছে থাকা পরিচয় পত্র গুলিও নকল করে বানানো হয়েছে।” কিংকর বাবুর সন্দেহ হওয়ায় আগের দিনের প্রত্যক্ষদর্শী দলিল লেখক সুকুমার জানাকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। সুকুমার বাবু সঙ্গে সঙ্গে জানিয়ে দেন এনারা সেই আগের দিনে আসা বোন নয়। সঙ্গে সঙ্গে তর্ক বচসা শুরু হয়ে যায়। সুকুমার বাবু বলেন, “আগের দিনে আসা ওনার বোনেদের আমি দেখেছিলাম। অনেকটা পরিচয় হয়ে গিয়েছিল।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে প্রতিবন্ধী মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

আজকে যাদেরকে বোন বলে আনা হয়েছে তারা সেই বোনেরা নন।” ঘটনার পরই বোন পরিচয়ে নিয়ে আসা সেই মহিলাদের চেপে ধরলেই আসল সত্য বেরিয়ে আসে। তারা জানান জমির মালিকের দুই ছেলের হাওড়া এলাকার প্রতিবেশী। আমাদেরকে কিছু টাকা দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে শুরু হাজির হতে বলা হয়েছিল। আমরা এসব সম্বন্ধে কিছুই জানিনা। গরিব পরিবার আমাদের। ঘটনার পর বিষয়টি রেজিস্ট্রি অফিস থেকে দাসপুর থানার পুলিশকে জানানো হয়। পুলিশ তিন মহিলাসহ ওই দুই ভাইকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন:- বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! ঝাড়গ্রামের বেলপাহাড়িতে যুবকের রহস্যমৃত্যু

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Fake Sister

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.