Home » Vanishing Ink Pen : ভ্যানিসিং কালির কামাল! মুছে গেল চেকে লেখা টাকার অঙ্ক, পূর্ব মেদিনীপুরে গ্রেফতার যুবক

Vanishing Ink Pen : ভ্যানিসিং কালির কামাল! মুছে গেল চেকে লেখা টাকার অঙ্ক, পূর্ব মেদিনীপুরে গ্রেফতার যুবক

by Biplabi Sabyasachi
0 comments

The beauty of vanishing ink pen! The amount of money written in the cheque was deleted, the youth arrested in East Midnapore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শুনলে অবাক হলেও তা সত্যিই। হঠাৎই মুছে যাচ্ছে চেকে লেখা টাকার অঙ্ক। তারপর সেখানে বাড়িয়ে অবিকল অন্য অঙ্ক বসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা। শেষরক্ষা হল না। পূর্ব মেদিনীপুরের মারিশদার বাইটগড়ে গ্রেফতার সল্টলেকের এক যুবক। উল্লেখ্য, লোন দেওয়ার নাম করে একটি নামী ফাইন্যান্স কোম্পানি থেকে ফোন করা হয় এলাকার ব্যবসায়ী গোপাল চন্দ্র দাসকে। লোন দিতে গিয়ে প্রসেসিং ফি বাবদ নেওয়া হচ্ছিল মাত্র ১৫০ টাকা। এদিকে গোপালবাবু ফোন করেন ওই কোম্পানিকে।

আরও পড়ুন:- নকল বোন সাজিয়ে এনে পৈত্রিক সম্পত্তি বিক্রির চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে রেজিস্ট্রি অফিসে আটক ৩ মহিলা সহ ৫ অভিযুক্ত

Vanishing Ink Pen

আরও পড়ুন:- পিংলা কাণ্ডে ধৃতকে তোলা হল মেদিনীপুর আদালতে, বিক্ষোভ জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরে

জানতে পারেন তাঁর এলাকায় কোনও লোন ওই কোম্পানি দিচ্ছে না। এরপর ওই প্রতারকরা এক যুবককে পাঠায় গোপাল দাসের কাছে। ডকুমেন্ট ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, প্যান কার্ড, ২ বছরের আইটি ফাইল নেওয়া হয়। পাশাপাশি প্রসেসিং ফি বাবদ একটি ১৫০ টাকার চেক নিতে আসে ওই যুবক। এরপর চেক নিতে গিয়েই সন্দেহ বাড়ে গোপালবাবুর। এরপরই কলকাতায় কোম্পানির কর্তাকে ফোন করেন গোপালবাবু। তিনি প্রথমে অন্য পেনে লেখার জন্য রাজি হলেও পরে ওই পেনই লিখতে হবে বলে জোর করেন।

Vanishing Ink Pen

আরও পড়ুন:- ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২০ বছর সশ্রম কারাদন্ড যুবকের

Advertisement

আরও পড়ুন:- শিকারকে কেন্দ্র করে শিকারিদের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা লালগড়ে

এমনকি হুমকিও দেন বলে অভিযাগ। ওই ফোনের পরই ওই যুবককে পুলিসের হাতে তুলে দেন গোপাল দাস।আর এই ঘটনার পর যুবককে আটক করে পুলিশ। এরপর তার কাছ থেকে কিছু নকল আইডি কার্ড, নথি বাজেয়াপ্ত করেছে পুলিস। জানা গিয়েছে ভ্যানিসিং কালি দিয়েই চেক লিখিয়ে নেওয়া হচ্ছিল। তার পর সেই কালি উঠে গেলে সেখানে অন্য অঙ্ক বসিয়ে দেওয়া হচ্ছিল। এলাকার ৬ জনকে কাছ থেকে ওই ধরেনর চেক নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওই যুবক জানিয়েছে, কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে ।তবে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:- ঝাড়গ্রামে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Vanishing Ink Pen

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.