Teacher Transfer in exchange for money! CID team in Ghatal High School under the direction of High Court
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাইস্কুলে বদলির মামলায় সিআইডি-র ডিআইজিকে তদন্ত করার দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো শনিবার(৩০ এপ্রিল) সাড়ে বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলে যায় সিআইডির চার সদস্যর একটি প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার।
আরও পড়ুন :- কালবৈশাখীর দাপট ঘাটাল-দাসপুরে! ভাঙল ঈদের গেট সহ গাছ ও বিদ্যুতের খুঁটি
সূত্রের খবর, এদিন ঘাটালের মনসুকার ওই স্কুলে সিআইডির টিম পৌঁছে কথা বলেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত পালের সাথে এবং তার বয়ানও রেকর্ড করা হয় বলে জানা যায়। পাশাপাশি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাথেও কথা বলেন সিআইডি দল। অভিযুক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সাথে কথা বলেন সিআইডি টিম। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিআইডির এই টিম মনসুকা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলে ছিল বলে খবর।
আরও পড়ুন :- খড়্গপুরে মোবাইল ছিনতাই কান্ডে অপর অভিযু্ক্তকে গ্রেফতার করল পুলিশ
উল্লেখ্য, ঘাটালের মনসুকা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলের এক সহকারী শিক্ষক গণেশ রজক তার বদলির জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সাথে যোগাযোগ করেন। ফোনে বদলি সংক্রান্ত বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সাথে সহকারী শিক্ষক গণেশ রজকের কথোপকথনের ফোন রেকডিং প্রকাশ্য আসে। যাতে বদলির জন্য গণেশ রজককে ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করে ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামী এমনই অভিযোগ ছিল ওই সহকারী শিক্ষকের। ঘটনায় কোলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী শিক্ষক গণেশ রজক।
আরও পড়ুন :- মেদিনীপুর পৌরসভার জমি উদ্ধারে ভাঙা হল বাড়ি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বাড়ি মালিকদের
সেই মামলার শুনানি হয় গত ২০ এপ্রিল,হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়। অভিযোগকারী শিক্ষকের আইনজীবী এজলাসে একটি অডিও রেকর্ডিং পেশ করে তা এজলাসে বসেই শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে কথপোকথনে বদলির জন্য টাকার প্রসঙ্গ শোনা যায়। তারপরই সিআইডি (DIG) কে এই মামলার তদন্তের নির্দেশ দেন এবং ৩০ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট তলব করেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Teacher Transfer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore