Lockdown news
আরও পড়ুন ঃ–তাজপুরের সমুদ্র সৈকতে বৃদ্ধাকে ফেলে পালাল নাতি
আরও পড়ুন ঃ–বাড়ছে করোনা ! পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একদিনেই আক্রান্ত ৮০৪ , সুস্থ ৪৫৫ মৃত ৪
আরও পড়ুন ঃ–সবংয়ে বিস্ফোরনে উড়ে গেল তৃণমূল নেতার পোলট্রি ফার্ম , তদন্তে পুলিশ
পত্রিকা প্রতিনিধিঃ গত বছরের করোনার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি দেশবাসী। তার ওপর আবার দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে গোটা দেশে প্রতিদিনই সংক্রমণের পরিমান বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যের ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার কোভিড মোকাবিলায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার নবান্নের তরফে জানান হয়েছে, শপিং মল, রেস্তরাঁ ছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল বার, স্পা, বিউটি পার্লার, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও জিম।
সামাজিক, সাংস্কৃতিক, বা পড়াশোনার বিষয়েও এমন কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, যেখানে প্রচুর মানুষের জমায়েতের সম্ভাবনা থাকে।
বেঁধে দেওয়া হল বাজারের সময়সীমা। সকাল ৭টা থেকে ১০ টা ও বিকেলে ৩ টে থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তবে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। তবে ভোটের ফল প্রকাশের দিন গণনাকেন্দ্রে জমায়েত করা যাবে না, বিজয় মিছিল করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল কমিশন। সেই নির্দেশ লাগু রাখল রাজ্য।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lockdown news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore