Elections
আরও পড়ুন ঃ–ঝাড়গ্ৰামে বুলেরোর সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু সাইকেল আরোহীর
পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচন আগামীকাল, ১লা এপ্রিল। আর
মাঝে মাত্র আর কয়েক ঘন্টা। তারপর সকাল হলেই পূর্ব মেদিনীপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহন। যার কারনে সকাল থেকে হলদিয়া থেকে শুরু হয়েছে ভোট গ্রহন মেসিন বিলির কাজ।
আর এই পরিস্থিতিতে হলদিয়া মহকুমার ৩ টি বিধানসভা কেন্দ্রের হলদিয়া গভঃর্মেন্ট স্কুল থেকে ইভিএম বিলি শুরু হয়েছে। হলদিয়া মহকুমার অন্তর্গত কেন্দ্র গুলি হল হলদিয়া, মহিষাদল ও নন্দীগ্রাম। ভোট গ্রহনের মেসিন নিয়ে ৩ টি বিধানসভার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটকর্মীরা যেতে শুরু করেছেন। একে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা।
অপরদিকে ভোট গ্রহণের আগেই পুলিশ মহলে রদবদল ঘটাল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক থেকে সরান হল বরুণ বৈদ্যকে৷ তাঁর পরিবর্তে হলদিয়ায় এলেন উত্তম মিত্র ৷ অন্যদিকে মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর বিচিত্রা বিকাশ রায়’কে সরিয়ে ওই পদে আনা হল শীর্ষেন্দু দাস’ কে। তবে সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতেই এই সিধান্ত বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elections
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore