TMC
আরও পড়ুন ঃ–অমিত শাহের সভার আমন্ত্রণ শান্তিকুঞ্জে, তবে কি গেরুয়া হচ্ছেন শিশির ?
প্রত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনী প্রচারে এলাকার মানুষের কাছে হেনস্থার শিকার হলেন ভগবানপুর বিধানসভার তৃণমূল প্রার্থীর অর্ধেন্দু মাইতি। উল্লেখ্য, গতকাল ভূপতিনগরের বরোজে একটি কর্মীসভায় যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে ওই এলাকার শতাধিক যুবক-যুবতী তাকে তোলাবাজ দুর্নীতি পরায়ন বলে গো ব্যাক স্লোগান দিয়ে তার পথ আটকায়। তবে এই ঘটনার খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের অভিযোগ,” উন্নয়ন অবশ্যই হয়ে ,তা কেবল বিধায়কের নিজের। পাশাপাশি বাড়ির মানুষ এবং আত্মীয়দের। বাকি মানুষেরা সব দিক থেকে বঞ্চিত হয়েছে।” এবিষয়ে প্রার্থী অর্ধেন্দু মাইতি বলেন “এটা বিজেপি চক্রান্ত। এই রকম ভাবেই বিজেপি প্রচারের আলোয় আসা চেষ্টা করছে। উন্নয়নের বদলে অবনতিকে নস্যাৎ করে তিনি বলেন, এলাকার প্রচুর উন্নয়ন হয়েছে ।”
অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই বলেন, বর্তমান অর্ধেন্দু মাইতি ভগবানপুরের বিধায়ক হয়ে এলাকায় থাকেন না, তিনি এলাকার বাইরে থাকেন। আর এই এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। একাধিক দুর্নীতি কাজের সঙ্গে তিনি যুক্ত। তাই মানুষ সব কিছু বুঝে বিধায়ককে হাতের কাছে পেয়ে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
TMC
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore