Home » ফের ভয় বাড়চ্ছে করোনা, দু-মেদিনীপুর সহ ঝাড়গ্রামে আক্রান্ত ১৫৪৯ ,সুস্থ ১১০২জন

ফের ভয় বাড়চ্ছে করোনা, দু-মেদিনীপুর সহ ঝাড়গ্রামে আক্রান্ত ১৫৪৯ ,সুস্থ ১১০২জন

by Biplabi Sabyasachi
0 comments

Covid grow

আরও পড়ুন ঃ-কেশপুরে বজ্রপাতে মৃত্যু ১, আহত ২ জন

পত্রিকা প্রতিনিধিঃ দ্বিতীয় ঢেউয়ে দেশে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর ৷ প্রায় সব রাজ্যের ছবিটাই এখন একই রকম ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ হাসপাতালে একটা বেড পাওয়ার জন্য হাহাকার ৷ অক্সিজেনের অভাবও দেখা গিয়েছে বেশ কিছু রাজ্যে ৷ তবে পশ্চিমবঙ্গে যে হারে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা তা কোনওভাবেই আশাব্যঞ্জক নয়। তবে এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৫৪৯ জন। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ৭৮৬ , পূর্ব মেদিনীপুর জেলায় ৬৫৫ ও ঝাড়গ্রামে ১০৮ জন। তবে সংক্রমণের পাশাপাশি দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে সুস্থ হয়েছেন ১১০২ জন । যারমধ‍্যে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হয়েছে ৫ জনের বলে রাজ‍্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে । তবে এই পরিসংখ্যান খুবই উদ্বেগ জনক। কারণ এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে।

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা মাস্কে মুখ ঢেকে রাখা, হাত ধোয়া, ভিড় এড়ানোর মতো আচরণ বিধি কঠোর ভাবে পালনের জন্য বারবার অনুরোধ করছেন সাধারণ মানুষকে। কিন্তু জনতার একটা বড় অংশের মধ্যেই সচেতনতার যথেষ্ট অভাব লক্ষ্য করা যাচ্ছে। এই দ্বিতীয় ঢেউ যাতে প্রবল আকার ধারণ না করে তার জন্য নড়ে চড়ে বসছে প্রশাসন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা সব রাজ্যকে একটি নির্দেশিকা পাঠিয়েছেন। সেখানে স্থানীয় পর্যায়ে কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা এবং কোভিড বিধিনিষেধ ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। করোনা সংক্রমণ রুখতে রাজ্যগুলি প্রয়োজনে ওয়ার্ড, ব্লক, শহর বা জেলা পর্যায়ে স্থানীয় ভাবে সব ধরনের গতিবিধিতে বিধি-নিষেধ জারি করতে পারবে।

তবে করোনা সংক্রমণ রুখতে মূলত টেস্ট বাড়ানোর উপরেই ফের জোর দিচ্ছে কেন্দ্র। কোন কোন জেলায় কোভিডে মৃত্যু বেশি, সেই জেলাগুলিকে চিহ্নিত করা হচ্ছে। এই অবস্থায় সংক্রমণে রাশ টানতে রাজ্যগুলিকে আরও বেশি করে আরটি-পিসিআর, অ্যান্টিজেন পরীক্ষার উপরে জোর দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এমনকি অ্যান্টিজেন পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এলেও আরটি-পিসিআর পরীক্ষা করে নিশ্চিত হতে বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিকে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid grow

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.