Fake card
আরও পড়ুন ঃ–বিজেপির টুপি পরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে
আরও পড়ুন ঃ–নন্দীগ্রামে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে হামলা, ব্যাপক উত্তেজনা এলাকায়
আরও পড়ুন ঃ–নন্দীগ্রামের মাটি থেকে হুঙ্কার ,‘৯০ শতাংশ ভোট পাব’ বললেন মমতা
পত্রিকা প্রতিনিধিঃ দ্বিতীয় দফার ভোটে হাইভল্টেজ নন্দীগ্রামে কমিশনের ভুয়ো কার্ড নিয়ে বুথে ঢোকার অভিযোগ উঠল শেখ জিয়ারুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজারাম চক এলাকায়। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগ, এদিন সকালে ওই ব্যক্তি ভুয়ো পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বুক চিতিয়ে ভোটকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে দেখে নির্বাচন আধিকারিকদের সন্দেহ হলে তাকে হাতেনাতে ধরে ফেলেন কমিশনের আধিকারিকরা। এরপর তাকে টেনে তোলা হয় কমিশনের গাড়িতে। গাড়িতে তুলে রীতিমতো চড়া স্বরে বকাঝকা করে পুলিশ। তারা চিৎকার করে বলতে থাকেন, “নির্বাচন কমিশনের পরিচয়পত্র কেন ঝুলিয়েছেন ? কমিশনের নামে চিটিংবাজি করছেন। কে দিয়েছে আপনাকে এই কার্ড?” ।
তবে এদিকে তাঁর গলায় যে কার্ড ঝুলছিল তাতে নাম ছিল মোস্তাক আলি শার। ভুয়ো কার্ড ঝুলিয়ে জিয়ারুল ভোটারদের প্রভাবিত করছিল বলেও অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি বলেন , “আমি জানি না স্যর। আমাকে এটা দিয়ে বলেছে এখানে পরিষেবা করুন।” শুনে আরও রেগে যান ওই পুলিশ আধিকারিক। তবে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fake card
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore