Home » মকরামপুরে বিজেপির সদস্যতা অভিযানে যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত বিজেপির একাধিক নেতৃত্ব, অভিযুক্ত তৃণমূল

মকরামপুরে বিজেপির সদস্যতা অভিযানে যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত বিজেপির একাধিক নেতৃত্ব, অভিযুক্ত তৃণমূল

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : বিজেপির সদস্যতা অভিযানে যোগ দিতে যাওয়ার সময় পথ আটকে বিজেপির মন্ডল সভাপতি এবং সাধারণ সম্পাদক কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।যদিও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠা এই অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন দাবি তৃণমূলের। Makrampur, Makrampur

আরও পড়ুন- ডেবরার ১৯ জন সহ খড়্গপুরে মোট আক্রান্ত ৩০ জন, জেলায় ১৭৪

বিজেপির মন্ডল সভাপতি এবং সাধারণ সম্পাদক কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ছবি- রঞ্জন চন্দ

জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগড় ব্লকের মকরামপুর ১ নং অঞ্চলের মুড়াকাটা তে বিজেপির সদস্যতা অভিযান চলছিল।সেখানে যোগ দিতে যাওয়ার পথে বিজেপির উত্তর মন্ডল সভাপতি এবং সাধারন সম্পাদকের পথ আটকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বলে অভিযোগ বিজেপির।তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বিজেপির নারায়ণগড় উত্তর মন্ডল সভাপতি সত্যজিৎ দে ও সাধারন সম্পাদক গিরিজাপ্রসাদ দে কে।উত্তর মন্ডল সভাপতি অভিযোগ করেন-“নারায়ণগড় ব্লকের মকরামপুর সহ বিভিন্ন জায়গায় বিজেপি শক্তিশালী হওয়ার কারনে পুলিশের উপস্থিতিতে মারধর করা হয়।বিজেপি করার কারণে এই মারধর।”

আরও পড়ুন- ফের করোনায় আক্রান্ত মেদিনীপুর শহর ও শহরতলীর মোট ৩০ জন

ছবি- রঞ্জন চন্দ


আরও পড়ুন- বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোপীবল্লভপুরে , পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগালেন গ্রামবাসীরা

মারধরের ঘটনায় আহত হয় দুইজন।তাদেরকে বেলদা গ্রামীন হাসপাতালে আনা হয় চিকিৎসার কারণে।রড লাঠি দিয়ে আক্রমন চালানো হয় দুজনের উপর বলে অভিযোগ।যদিও তৃণমূলের দিকে উঠা অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের।প্রসঙ্গত সপ্তাহ খানেক আগে তৃণমূলের বিবদামান দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে।সেখানে নাম জড়ায় বিজেপির বলে অভিযোগ ছিল।ফের বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।চিকিৎসার পর নারায়ণগড় থানায় অভিযোগ জানাতে চলেছে বিজেপি।বিজেপি নারায়ণগড় বিধানসভার সাংসদ প্রতিনিধি দেবগোপাল বেরা জানিয়েছে-“বিজেপি করার কারণে মারধর করা হয়েছে।তৃণমূলের মিছিল থেকে তাদেরকে মারধর করা হয়েছে।উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই ঘটনা ও সন্ত্রাস করছে শাসক দল।”যদিও এই ঘটনার পর এলাকায় আসে নারায়ণগড় থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.