শুভম সিং: নাইট পেট্রলিংয়ের নামে রাস্তা আটকে পাইকারি হারে পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার তিন পুলিশকে সাসপেন্ড করলেন পূর্ব মেদিনীপুরের পুলিল সুপার সুনীল কুমার যাদব।শাস্তিপ্রাপ্ত এএসআই সুধাংশু সামন্ত, কনস্টেবল সুদীপকুমার দোয়ারি ও মানস মুদি। Egra Police, Egra Police, three-police-personnel-were-suspended-for-negligence-on-duty-in-egra-police-station, egra police constable suspend, purba medinipur bengali news, bengali news, bengal news upddate
আজকের পত্রিকা- ২১ নভেম্বর ২০২০, বাং- ৫ অগ্রহায়ণ ১৪২৭
প্রত্যেকেই এগরা থানায় কর্মরত ছিলেন।উল্লেখ্য, ১৮ নভেম্বর রাতে ওই তিনজন এগরা-খড়্গপুর রাস্তার কৌরদা এলাকায় টহলদারি গাড়ি নিয়ে রাত পাহারায় ছিলেন। সেই সময় তিনজন গাড়ি আটকে যথেচ্ছ টাকা তোলে বলে অভিযোগ। রাতে সারপ্রাইজ ভিজিটে বের হন অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ)।
হলদিয়ায় নবনির্মিত উড়ালপুর চালু এখন সময়ের অপেক্ষা, বদলে যেতে পারে শিল্প-মানচিত্র
এরপর ঘটনাটি তাঁর নজরে আসতেই ওই ঘটনা সামনে আসে। এরপর গাড়ির ভিতর থেকে নগদ ২৫ হাজার টাকা বের হয় বলে জানা যাচ্ছে।তবে অতিরিক্ত পুলিশ সুপারের রিপোর্ট পেয়ে তিনজনকে সাসপেন্ড করেন এসপি। এসপি সুনীল কুমার যাদব বলেন,একটি লরি আটকে টাকা তোলার ঘটনায় এগরা থানার তিমজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। তাদের লাইনে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।পাশাপাশি ওই তিন জন পুলিশকে তাদের পোশাক জমা দিতে বলা হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi