BJP Leader Arrested : ফেসবুকে সাম্প্রদায়িক মন্তব্য। এমন অভিযোগ পেয়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থান থেকে মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার মেদিনীপুরের জানালেন পুলিশ সুপার দিনেশ কুমার। গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে একজন বিজেপি নেতাও রয়েছেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্যজুড়ে প্রতিবাদী উত্তেজনার মাঝে ফের ফেসবুকে সাম্প্রদায়িক মন্তব্য। এমন অভিযোগ পেয়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থান থেকে মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার মেদিনীপুরের জানালেন পুলিশ সুপার দিনেশ কুমার। গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে একজন বিজেপি নেতাও রয়েছেন।
আরও পড়ুন : জলচকের ২২ জন কৃতির ফলাফলে সন্দেহ দেখিয়ে পর্ষদে চিঠি বিজেপির শিক্ষক নেতার
রবিবার সকালে ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে বেলদা থানা বেংদা এলাকা থেকে চন্দন জানা নামে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে বেলদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার করা মন্তব্যকে ঘিরে সম্প্রতি রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন : শুরু হবে ভর্তি প্রক্রিয়া , নোটিস দিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ
আর তারপর সমাজ মাধ্যমে আরো একটি একই রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে বেলদা থেকে স্থানীয় বিজেপি নেতা চন্দন জানাকে রবিবার গ্রেফতার করে বেলদা থানার পুলিশ। অভিযুক্তকে রবিবার তোলা হয় দাঁতন আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে বেলদা থানার পুলিশ। পুলিশ সুপার দিনেশ কুমার জানান, “সোশ্যাল সাইটে গত দু’দিন ধরে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে যু্গ্ম প্রথম পশ্চিম মেদিনীপুরের রিনি ও সম্প্রীতি, শহরে প্রথম স্নিতা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP Leader Arrested
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore