Home » Thermocol Banned : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা

Thermocol Banned : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা

by Biplabi Sabyasachi
0 comments

Paschim Medinipur : করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে মানুষ এবার উৎসবমুখী। কিন্তু হতাশ থার্মোকল শিল্পীরা। তারা খুঁজে পাচ্ছেন না দু’বছর আগের সেই ব্যস্ততা। কেউই তেমনভাবে চাইছেন না পুজোর মন্ডপে থার্মোকলের নক্সা বা সজ্জা হোক। থার্মোকলে জারি হয়েছে সরকারি নিষেধাজ্ঞা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে মানুষ এবার উৎসবমুখী। কিন্তু হতাশ থার্মোকল শিল্পীরা। তারা খুঁজে পাচ্ছেন না দু’বছর আগের সেই ব্যস্ততা। কেউই তেমনভাবে চাইছেন না পুজোর মন্ডপে থার্মোকলের নক্সা বা সজ্জা হোক। থার্মোকলে জারি হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রোজেক্টেরও কাজ হত। তাতেও ভাটা।

নিজস্ব চিত্র

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২

বিদ্যালয়গুলিও জানিয়ে দিচ্ছে থার্মোকলের বিকল্প কিছু ব্যবহার করার। মেদিনীপুর শহরে এমন শতাধিক থার্মোকল শিল্পী রয়েছেন। তাদের মধ্যে শেখর দাস প্রায় ৪০ বছর ধরে এই শিল্পের সঙ্গে জড়িত। তার সুদক্ষ কাজ অবিভক্ত মেদিনীপুর জুড়ে সমাদৃত। ৭৬ বছর বয়সী শেখর দাস এর একমাত্র ছেলেও বাবার পেশাতে হাত পাকিয়ে নিজের মতো করে সরকারি ঋণ নিয়ে সেই ব্যবসাকে প্রসারিত করেছিল।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্তের হদিশ চন্দ্রকোনায়, তড়িঘড়ি ব্যবস্থা পুরসভার

Thermocol Banned

ব্যবসা প্রসারিত করার পরে সম্প্রতি ঘোষণা হয়েছে থার্মোকলের সমস্ত কিছু বন্ধ। কারন সেটি পরিবেশ বান্ধব নয়। মেদিনীপুর শহরে প্রতিনিয়ত পৌরসভার নিষেধাজ্ঞা সূচক মাইকিং চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জেলা জুড়েও। এই পরিস্থিতিতে থার্মোকল শিল্পীরা হতাশ পুজোতে। কেউই কোনো মন্ডপে ব্যবহার করতে চাইছেন না থার্মোকল।

আরও পড়ুন : পুলিশকে মারধরে ধিক্কার মিছিল তৃণমূলের, পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মেদিনীপুর সদরে

শিল্পী শেখর দাস বলেন, “আমি চল্লিশ বছরের বেশি সময় ধরে এই পেশাতে রয়েছি। কোনো সময়েই এতো প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয় নি। আমার ছেলে মেয়ে সকলের পড়াশোনা থেকে বিয়ে দেওয়া সবটাই এই থার্মোকলের কাজ থেকে করতে পেরেছি। আজ সেই দোকানের এতো প্রসারন করা সত্বেও কোনো কাজের অর্ডার নেই। কারন থার্মোকলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই কোনো মন্ডপেই অর্ডার নেই।

আরও পড়ুন : চালকের ভুলে মেদিনীপুর বাসস্ট্যান্ডে সরকারি বাসের চাকায় পিষ্ট বাবা ও ছেলে, হাসপাতালে মৃত্যু ছেলের

আরও পড়ুন : চা কেটলি নিয়ে কর্মসংস্থানের পথ দেখানোর পাশাপাশি টাটাদের সঙ্গে খানিকটা দূরত্ব কমালেন মুখ্যমন্ত্রী

অথচ এর কোনো বিকল্পও নেই আমাদের মতো শিল্পীদের কাছে৷ আমরা হতাশ।” শেখর দাসের ছেলে দেবাশীষ দাস বলেন, “বাবার পুরনো ব্যবসা রপ্ত করে আমিও এই দোকানে বসেছিলাম। ব্যবসাকে বাড়াতে সরকারি ঋণ নিয়ে কাজে নেমেছিলাম। জানিনা এরপর কি করবো। অর্ডার নেই কোনো মন্ডপে। প্রতিবছর যেখানে বিশাল অর্ডার থাকে।”

আরও পড়ুন : পিড়াকাটায় ফুটবল খেলার সময় মাঠে নেমে পড়ল দলমার দাঁতাল, তারপর যা হল

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রথম দিনে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি নির্বাচন, পশ্চিমে ভাইরাল অডিও ভিডিও আলোচনা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Thermocol Banned

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.