0
পত্রিকা প্রতিনিধি: মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ঘাটালে।রবিবার রাতে ঘাটাল থানার রত্নেশ্বরবাটি গ্রামে বটতলার শিব মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে বলে জানাযায়।মন্দিরের সেবাইত অসীত চক্রবর্তী বলেন,সোমবার সকালে চুরির বিষয়টি জানাযায়।মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় ছিলো,ভিতরের সবকিছু আগাছালো অবস্থায় পড়ে।মন্দিরের ভিতর শিবের মুর্তির গহনা উধাও।চুরির ঘটনায় ঘাটাল থানায় খবর দেওয়া হয়।কি কি চুরি হয়েছে তার পরিমানই বা কতো সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ।