Home » West Midnapore : পশ্চিম মেদিনীপুরে গৃহস্থ বাড়িতে চুরি, সর্বস্ব নিয়ে গেল দুষ্কৃতীরা

West Midnapore : পশ্চিম মেদিনীপুরে গৃহস্থ বাড়িতে চুরি, সর্বস্ব নিয়ে গেল দুষ্কৃতীরা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফাঁকা বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তান্ডব। লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল।চুরির তালিকা থেকে বাধ গেলোনা ডিনার সেট থেকে টিভিও।বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকরে বাড়ির মেন গেটের চাবি ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে হাতিয়ে নিয়ে গেল লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ বেশ কিছু সামগ্রিক।

জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নং ব্লকের ব্রাহ্মণ বসান সিং পরিবারের সদস্যরা গত রবিবার আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান থাকার জন্য সকাল ১১ টা নাগাদ তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ল মামার বাড়িতে অনুষ্ঠান কাটিয়ে বুধবার (২৭ জুলাই) সকাল নাগাদ বাড়িতে ফিরে আসলে সদস্যরা দেখেন বাড়ির মেন গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে।

গেট খুলে বাড়িতে প্রবেশ করা মাত্রই চক্ষু চড়ক গাছ পরিবারের সদস্যদের। বাড়ির ভেতর প্রবেশ করে দেখেন বাড়িতে দুটো টিভির মধ্যে একটি টিভিও নেই। পাশাপাশি খড়্গপুর থেকে খেলায় জেতা পুরস্কার সাইকেল টিও নিয়ে পালিয়েছে চোরের দল।

শুধু তাই নয় বাড়ির মধ্যে থাকা ডিনার সেট, ওভেন চুল্লি, সহ বাড়ির ভেতর আলমারিতে থাকা কিছু টাকা, একটি ল্যাপটপ সহ কিছু গহনা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এলাকা মানুষদের ধারণা এটা কোন ছিঁচকে চোরের কারবার, তবে চুরি যাওয়া বাড়ির কয়েক কিলোমিটারের মধ্যে সাইকেলটি পাওয়া গেলেও, এখনো পর্যন্ত পাওয়া যায়নি টিভি ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রীগুলি।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.