Home » ফের দিঘা সমুদ্রে উল্টে গেল ট্রলার, প্রাণে বাঁচল মৎস্যজীবিরা

ফের দিঘা সমুদ্রে উল্টে গেল ট্রলার, প্রাণে বাঁচল মৎস্যজীবিরা

by Biplabi Sabyasachi
0 comments

Fisherman

আরও পড়ুন ঃ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পথ দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পত্রিকা প্রতিনিধি: আবারও গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে উল্টে গেল মৎস্যজীবীদের ট্রলার। তবে সাঁতার কেটে ট্রলার থেকে ঝাঁপ দিয়ে প্রানে বাঁচল মৎস্যজীবীরা । গত বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিঘা (Digha)মোহনার অদূরে। অন্য একটি ট্রলারে সাহায্যে ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করল মৎস্যজীবীরা। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে সমুদ্রের নাব্যতা সমস্যা রয়েছে। এবিষয়ে বারবার আবেদন করেও সমুদ্রে ড্রেজিং ( Dredging)করা হয়নি। আর সে কারনেই গতবছর চড়া লেগে উল্টে যায় একটি ট্রলারটি (Fishing Trawler)। এরপর আবারও একটি ট্রলার উল্টে যায়। তবে এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় মৎস্যজীবীদের প্রাণহানির সমস্যার থাকায় দিঘা মোহনার দ্রুত ড্রেজিং-এর আবদেন জানিয়েছেন তারা।

Rich results in Google SERP when searching for "Fisherman"
প্রতীকি ছবি

আরও পড়ুন ঃ বাড়ি-জমির একাংশ নদীগর্ভে,ঘুম উড়েছে মেদিনীপুর গ্রামীণ এলাকার মানুষদের,অন্যত্র পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের

এবিষয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন (Akhil Giri), বহুবার দিঘা মোহনায় ড্রেজিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। তাছাড়া মৎস্যজীবীদের দাবি মেনে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে দিঘা মোহনায় ড্রেজিং করবে রাজ্য সরকার। মৎস্যজীবীদের সমস্যার গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার‌। ড্রেজিং যাতে শুরু করা যায় তার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, দিঘা মোহনায় ড্রেজিংয়ের জন্য গত বছর ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে নানা সমস্যার কারণে সেই কাজ সম্ভব হয়ে উঠেনি। দ্রুত এই সমস্যা সমাধান করা হবে। আর এই সমস্যার সমাধান হলে মৎস্যজীবীরা নিরাপদে তাদের ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারবেন এবং সমুদ্র থেকে নিরাপদে ফিরতে পারবেন।

আরও পড়ুন ঃ “বন্যা নিয়ন্ত্রণে গত দশ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছেন !”, খড়্গপুরে এসে মমতাকে কটাক্ষ দিলীপের

দিঘা ফিশার ম্যান এণ্ড ফিশ অ্যাসোসিয়েশনের (Digha Fisher Man and Fish Association)সম্পাদক শ্যামসুন্দর দাস (Shyamsundar Das) বলেন ” দীর্ঘদিন ধরে দিঘা মোহনার নব্যতা সমস্যায় রয়েছেন মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা। বহুবার রাজ্য ও কেন্দ্র সরকার কাছে বহু আবেদন জানানো হয়েছে। কিন্তু তাতে কোন সুরাহা হয়নি। তবে এবার রাজ্য সরকার দ্রুত ড্রেজিং করা নিয়ে আশ্বস্ত করেছে। “

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fisherman

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.