পত্রিকা প্রতিনিধিঃ হুগলির সাহাগঞ্জ এর সভা থেকে ভার্চুয়ালের মাধ্যমে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার অন্তর্ভুক্ত কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত দীর্ঘ ৩০ কিমি তৃতীয় রেললাইনে ট্রেন চলাচলের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কেন্দ্রের এই প্রকল্প উদ্বোধনের সময় ঝাড়গ্রাম স্টেশনে ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমব্রম।
এদিন তিনি বলেন,” কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত রেলনাইনে ট্রেন চলাচলের জন্য জনগণের দীর্ঘদিন দাবি ছিল। তাই জনগণের কথা মাথায় রেখেই এই সমস্ত প্রকল্প রেলের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং এর জেরে মানুষের উপকার হবে রেল যোগাযোগ আরো দ্রুততর হবে, পাশাপাশি কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি ঘটবে।”
উল্লেখ্য , দেশজুড়ে করোনা মহামারীর প্রভাব পড়তেই কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এই তৃতীয় লাইনের কাজ কিছুটা হওয়ার পর তা থেমে যায়। তবে তা পুনরায় আবার চালু হয়।এরপর কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের সেফটি কমিশনার কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তৃতীয় রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল পর্যবেক্ষণ করেন। তারপর প্রধানমন্ত্রী তা ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন। তবে জনগণের দীর্ঘদিনের দাবি মেনে এই তৃতীয় রেললাইনে ট্রেন চলাচল চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।