School opening
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বিদ্যালয় খোলার দাবি উঠলো সম্মেলনে। রবিবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মেদিনীপুর সদর মহকুমার দ্বি-বার্ষিক সম্মেলন হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠে। এই সম্মেলন মঞ্চ থেকে সমস্ত বক্তারা বিদ্যালয় খোলার দাবিতে সরব হোন। উপস্থিত ছিলেন, জয়দীপ ফৌজদার, তপন দাস, জেলা সম্পাদক উত্তম প্রধান, কাকলি ভূঁইয়া সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ। সম্মেলনে স্মরণ করেন করোনা সংক্রমণ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মৃতদের। সম্মেলনের সূচনা করেন পিংলা কলেজের অধ্যাপক সোমনাথ দে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের নাকা চেকিংগুলিতে শুরু হেলমেট চেকিং
আরও পড়ুন:- নন্দীগ্রামে বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর, গুরুতর জখম ২
বর্তমানে শিক্ষা ব্যবস্থার নানান সমস্যা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তপন দাস মহাশয়। জেলা সম্পাদক উত্তম প্রধান বলেন, সরকারের বিদ্যালয় না খোলার পিছনে গভীর ষড়যন্ত্র আছে। বিদ্যালয়গুলিতে ব্যাপক ভিড় হচ্ছে দুয়ারে সরকার শিবিরে। ভিড় দেখে উল্লসিত নেতারা। প্রায় দেড় বছর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত যে শিক্ষার মেরুদন্ড ভেঙে যাচ্ছে, সে বিষয়ে সরকার উদাসীন। সমস্ত কিছু খোলা। মিটিং, মিছিল চলছে, সিনেমা হল, মদের দোকান, পার্ক খোলা, কিন্তু স্কুল বন্ধ। তপন দাস বলেন, আসলে জাতীয় শিক্ষানীতিকে কার্যকরী করার সুচতুর পরিকল্পনা সরকারের।
আরও পড়ুন:- আচমকাই ভেঙ্গে পড়ল মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ার
আরও পড়ুন:- জটিল হচ্ছে পূর্ব মেদিনীপুরে পটাশপুরের বন্যা,বিপর্যস্ত বিদ্যুৎ, এলাকা পরিদর্শনে বিধায়ক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
School opening
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
School opening
Web Desk, Biplabi Sabyasachi online paper:. The demand to opening school raised at the conference. On Sunday, the bi-annual conference of the Midnapore Sadar sub-division of the Secondary Teachers and Education Workers Association was held at Vidyasagar Vidyapeeth in Midnapore town. All the speakers from this conference platform should be vocal in demanding the reopening of the school. Joydeep Faujdar, Tapan Das, District Secretary Uttam Pradhan, Kakli Bhuiyan and other teachers were present. The conference commemorated the victims of the Corona infection and various natural disasters. The conference inaugurated by Professor Somnath Dey of Pingla College.
Tapan Das Mahasaya, co-secretary of the central committee of the association, discussed various issues of the education system and the role of the central and state governments. District secretary Uttam Pradhan said there was a deep conspiracy behind the government not opening schools. The schools crowded at the government “Duare Sarkar” camp. Leaders rejoiced to see the crowd. The government is indifferent to the fact that the backbone of education from primary to higher education is being broken as schools, colleges and universities have been closed for almost a year and a half. Everything is open. Meetings, processions, cinema halls, liquor stores, parks open, but schools closed. Tapan Das said that in fact the government has a clever plan to implement the national education policy.