Martyrs’ Day
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদদের স্মরণ করল ছাত্র সংগঠন ডিএসও। বুধবার মেদিনীপুর শহরে মিছিলের পাশাপাশি সভাও করে। শহিদ স্মরণ দিবসে দাবি তোলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, শিক্ষায় সমস্ত ধরনের ফি মুকুব, গণপরিবহনে ছাত্রদের এক-তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের সুযোগ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিলাপ বাবদ নেওয়া টাকা ফেরত এবং শিক্ষার বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণ ও জাতীয় শিক্ষানীতি বাতিলের।
আরও পড়ুন:- পুলিশ দিবসে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান পশ্চিম মেদিনীপুরে
আরও পড়ুন:- মেডিক্যাল হাসপাতালে সাফাই অভিযান মেদিনীপুর পুরসভার, সামিল চেয়ারম্যানও
শিক্ষা বাঁচানোর দাবিতে শতাধিক ছাত্র-ছাত্রী প্ল্যাকার্ড হাতে মিছিল করে শহরে। উপস্থিত ছিলেন, জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি, তাপস জানা প্রমুখ। বিশ্বরঞ্জন বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক ছাত্র বিরোধী শিক্ষানীতি নামিয়ে আনছে৷ এর বিরুদ্ধে সারা রাজ্যের পাশাপাশি এই জেলাতেও লড়াই আন্দোলন চলছে৷ শিক্ষার বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণ ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে দুর্ব্বার ছাত্র আন্দোলনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:- পুঁজিপতিদের হাতে দেশের সম্পদ বিক্রি করছে বিজেপি, মেদিনীপুর শহরের কর্মসূচিতে সরব তৃণমূল নেতৃবৃন্দ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Martyrs’ Day
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper:. The student organization DSO commemorated the martyrs killed in the police firing in the food movement of 1959. Along with the procession, a meeting was also held in Medinipur town on Wednesday. On Martyrs’ Remembrance Day, they demanded the opening of educational institutions in accordance with the rules of health. exemption of all fees in education, one-third fare for students on public transport, refund of fees for filling up secondary and higher secondary forms and privatization of education, communalization and cancellation of national education policy.
Hundreds of students marched in the city holding placards demanding to save education. District President Bishwaranjan Giri, Tapas Jana and others were present. Bishwaranjan said, ‘Central and state governments are bringing down anti-student education policy one after another Fighting movement is going on against this in the whole state as well as in this district He called upon people from all walks of life to come forward in the student movement demanding privatization of education, communalization and abolition of national education policy.