Home » Madhyamik Result 2022 : মাধ্যমিকের ফল জেনেই নিখোঁজ পশ্চিম মেদিনীপুরের ছাত্র, হন্যে হয়ে খুঁজছে পরিবার

Madhyamik Result 2022 : মাধ্যমিকের ফল জেনেই নিখোঁজ পশ্চিম মেদিনীপুরের ছাত্র, হন্যে হয়ে খুঁজছে পরিবার

by Biplabi Sabyasachi
0 comments


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বন্ধুদের থেকে নম্বর কম। মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার পর নিঁখোজ হল এক ছাত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারি এলাকায়। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সুশান্ত দোলাই। আত্মীয়, বন্ধুদের বাড়িতে খোঁজ করে পরিবার। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন : মাধ্যমিকে সফল শালবনীর শাশ্বতী, চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা আর্থিক অনটন

Madhyamik Result 2022

এবছর সুশান্ত মাধ্যমিক দিয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের নেকুড়সেনী বিবেকানন্দ বিদ্যাভবন থেকে। পরিবার জানিয়েছে, শুক্রবার সকালে বাড়িতে বসে অনলাইনে ফলাফল দেখেছে সুশান্ত। বাড়ির ফোন থেকে বন্ধুদের ফলাফলও জেনেছে। তারপর সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। সঙ্গে সাইকেল নিয়ে বেরিয়েছিল। ছাত্রের বাবা শিবু দোলাই টোটো চালক। পরীক্ষায় সে ৪৯৪ নম্বর পেয়েছে।

আরও পড়ুন : দুয়ারে রেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, গ্রেফতার রেশন ডিলার

Madhyamik Result 2022

পরিবারের বক্তব্য, টেস্ট পরীক্ষায় ৫৫০ নম্বর পেয়েছিল সে। মাধ্যমিকে আরও বেশি নম্বর আশা করেছিল। কিন্তু পায়নি। বিজ্ঞান বিভাগে পড়তে চেয়েছিল। সেই কারণেই কি বাড়ি ছাড়ল ? যদিও সঠিক বুঝতে পারছে না পরিবার। ছাত্রটির বাবা জানিয়েছে, ভালো নম্বর পাবে বলে জানিয়েছিল ছেলে। ফলাফল খারাপ দেখে হয়ত দুঃখ পেয়েছে।

আরও পড়ুন : এবার মেদিনীপুরে মহিলা মহাবিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ ছাত্রীদের

সেই কারণে হয়ত বাড়ি ছেড়েছে। সঙ্গে নিয়ে বেরানো সাইকেলটি অবশ্য শনিবার নেকুড়সেনী স্টেশনে ওভারব্রিজে রাখা ছিল। সেটি পেয়েছে পরিবার। শুক্রবার থেকেই ছেলের খোঁজ করতে বেলদা, নেকুড়সেনী, দাঁতন, জলেশ্বর স্টেশন-সহ একাধিক এলাকায় খোঁজ চালায় পরিবার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিত কর জানান,”বিষয়টি তাদের জানা নেই। ছাত্রটি মার্কশিট নিয়ে যায়নি।

আরও পড়ুন : ‘বিয়ে না দেওয়া পর্যন্ত উঠব না!’ পশ্চিম মেদিনীপুরে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা

ছাত্রটির মাসী ববিতা দোলাই শুক্রবার ঘটনার পর সমাজমাধ্যমে পোস্ট দিয়ে খোঁজ চালাচ্ছেন। বিভিন্ন আত্মীয়, বন্ধুদের বাড়িতেও খোঁজ চলছে। তিনি বলেন, “বন্ধুরা বেশি নম্বর পেয়েছে। সে কম নম্বর পাওয়ায় হয়ত হতাশ হয়েছে। কিন্তু কোথায় গেল ছেলেটা !” চারিদিকে খোঁজ করে ছেলেকে না পেয়ে শনিবার সন্ধ্যায় দাঁতন থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Madhyamik Result 2022

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.