Kurumbera Fort | Moghalmari Buddha Bihar : কেমন কাজ চলছে বা কোনো সমস্যা রয়েছে কিনা তা দেখতে পশ্চিম মেদিনীপুর জেলায় হাজির হয়েছিলেন বিধানসভার পাঁচ সদস্যের একটি দল। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি বৃহস্পতিবার হাজির হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির কুরুমবেড়া দুর্গ ও দাঁতনে মোগলমারি বৌদ্ধবিহার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কেমন কাজ চলছে বা কোনো সমস্যা রয়েছে কিনা তা দেখতে পশ্চিম মেদিনীপুর জেলায় হাজির হয়েছিলেন বিধানসভার পাঁচ সদস্যের একটি দল। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি বৃহস্পতিবার হাজির হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির কুরুমবেড়া দুর্গ ও দাঁতনে মোগলমারি বৌদ্ধবিহার।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে নো পার্কিং জোনে বাস দাঁড়ানোয় জরিমানা
বিধানসভার স্ট্যান্ডিং কমিটির পাঁচ সদস্যের দলে ছিলেন কমিটির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী, দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল, আমতার বিধায়ক সুকান্ত পাল, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী ও খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। কমিটি কুরুমবেড়া দুর্গ ও দাঁতনে মোগলমারি বৌদ্ধবিহারের কাজ ও পরিকল্পনার বিষয়ে খোঁজ খবর নেন।
আরও পড়ুন : “যোগ্যরা রাস্তায়, মন্ত্রীর ঘরে টাকা বস্তায় বস্তায়”, মেদিনীপুর শহরে অবরোধ বিক্ষোভ
Kurumbera Fort | Moghalmari Buddha Bihar
জানা গিয়েছে, এদিন খড়্গপুরের গোপালী, কেশিয়াড়ির কুরুমবেড়া, দাঁতনের মোগলমারি-সহ কয়েকটি বৈতরণীর কাজ, পূর্ব মেদিনীপুরের শংকরপুরে একটি ঢালাই রাস্তা-সহ একাধিক স্থানে কাজ কেমন হচ্ছে তা দেখতে যান। খোঁজ নেন কোনও সমস্যা রয়েছে কিনা। কেশিয়াড়ি পরিদর্শনে স্থানীয় মানুষজন কুরুমবেড়া সংলগ্ন পুকুর সংস্কারের দাবি জানান।
আরও পড়ুন : চোলাই মদ পান করতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু যুবকের, ভাঙল বাড়ি
এলাকায় একটি পার্ক তৈরির উদ্যোগ প্রশাসন নিলেও তা হয়নি। সেসব জানান কমিটিকে। নওসাদ সিদ্দিকী বলেন,” দুই জেলার বিভিন্ন এলাকার কয়েকটি স্থাপত্য ও কাজ দেখা হয়েছে। কি কাজ হচ্ছে, কাজে কোনো সমস্যা আছে কিনা এবং আগামী পরিকল্পনা কি আছে তা খতিয়ে দেখা হয়েছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kurumbera Fort | Moghalmari Buddha Bihar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore