Home » Midnapore : বন্ধ বিদ্যালয়ে বাচ্চার কান্নার আওয়াজ! তোলপাড় মেদিনীপুর শহরে

Midnapore : বন্ধ বিদ্যালয়ে বাচ্চার কান্নার আওয়াজ! তোলপাড় মেদিনীপুর শহরে

by Biplabi Sabyasachi
0 comments

The sound of children crying in the closed school! Tension in Midnapore city

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বন্ধ থাকা বিদ্যালয়ের ভেতর থেকে সন্ধ্যার সময় বাচ্চার কান্নার আওয়াজ ঘিরে তোলপাড় কান্ড মেদিনীপুর শহরের একটি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাউন্সিলর, পুলিশসহ স্থানীয় মানুষজন তল্লাশি চালালো বেশ কয়েক ঘন্টা ধরে বিদ্যালয়ের সমস্ত রুমে। বন্ধ থাকা বিদ্যালয়ের ভেতর থেকে সন্ধ্যার সময় নাকি বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছেন কেউ বা কারা। সেই কথা রটে যায় এলাকায়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
প্রতীকী ছবি

চাঞ্চল্যকর খবর শুনে ভিড় জমতে থাকে বিদ্যালয়ের বাইরে। খবর যায় স্থানীয় কাউন্সিলর, প্রধান শিক্ষক এমনকি পুলিশেও। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিদ্যালয়ের প্রতিটি রুম, ছাদে তল্লাশি চালায় পুলিশ। তারপরও মেলেনি কোনো বাচ্চার হদিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতনে। স্থানীয় কাউন্সিলর মিতালি ব্যানার্জী বলেন, “স্থানীয় কেউ বা কারা বন্ধ থাকা বিদ্যালয়ের ভেতরে নাকি বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছেন। সেই খবর আমার কাছে যায়।

নিজস্ব চিত্র

Midnapore

অনেকেই হয়তো ভেবেছেন বিদ্যালয় ছুটির পর হয়তো কোন বাচ্চা থেকে গিয়েছে। পুলিশ এবং প্রধান শিক্ষককে ডেকে বিদ্যালয় খুলে চারিদিক তল্লাশি চালানোর পরও কোন বাচ্চার খোঁজ মেলেনি। এটা সাধারণত একটি গুজব হতে পারে।” তবে বিকেল থেকে রটে যাওয়া এই খবরে ব্যাপক ভিড় জমে বিদ্যালয় চত্বরে। কোতোয়ালী থানার পুলিশ বিদ্যালয়ের সমস্ত রুম, ছাদ এবং জলের ট্যাংক খুলে তল্লাশি চালালেও কোন কিছু পায়নি। বিষয়টি পরিকল্পিত কোন গুজব বলেই দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরকুমার বাগের।

আরও পড়ুন : বিদ্যুতে ফিক্সড ও মিনিমাম চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহক সমিতির

আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভে পড়লো প্রশাসন

তিনি বলেন, “আমার কাছে খবর গিয়েছে বিদ্যালয়ের ভেতরে নাকি বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে এসে বিদ্যালয় খুলে পুলিশ-প্রশাসন, কাউন্সিলর সবাইকে নিয়ে বিদ্যালয়ের চারিদিক খোঁজ চালানোর পরও কিছু মেলেনি। বিদ্যালয়ে সিসি ক্যামেরাও রয়েছে। যদি কোন বাচ্চা থাকতো তাহলে তার শব্দ পাওয়া যেত। এটা সম্পূর্ণ পরিকল্পিত গুজব ছড়ানো হয়েছে। এরকম হওয়া উচিত নয়। পরবর্তীতে গুজব ছড়ালে প্রশাসনে অভিযোগ জানানো হবে।”

আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের

আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র‍্যাগিং কমিটি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.