0
পত্রিকা প্রতিনিধিঃ পুকুরের জলে ডুবে মৃত্যু হল প্রত্যুষা মন্ডল (৭) নামের এক স্কুলছাত্রীর। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার নাটদিঘী এলাকায়। জানা গিয়েছে, এদিন টিউশান শেষ করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে পুকুরে মুখ ধুতে যায় ওই ছাত্রী।
এরপর ওই ছাত্রী ফিরে দীর্ঘক্ষণ সময় অতিক্রমের পরও ফিরে না আসায়। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করলে তারা দেখেন ওই ছাত্রী পুকুরের জলে ভাসছে। এরপর তাকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর কাঁথি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ।