Home » Ghatal : পাড়ার একমাত্র নলকূপ বিকল! চালু হয়নি সজলধারা, ক্ষোভ ঘাটালের গ্র‍ামে

Ghatal : পাড়ার একমাত্র নলকূপ বিকল! চালু হয়নি সজলধারা, ক্ষোভ ঘাটালের গ্র‍ামে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পাড়ার একটি টিউবওয়েল তাও বিকল হয়ে পড়ে রয়েছে বেশ কয়েক মাস ধরে। ফলে দেখা দিয়েছে চরম পানীয় জলের সংকট। এক বছর আগে বসানো হয়েছে সজল ধারা প্রকল্প তাও এখনও পর্যন্ত চালু হয়নি। অভিযোগ, প্রশাসনের কছে বারেবারে আবেদন করেও কোন কাজ না হওয়ায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিচ্ছেন এলাকার বাসিন্দারা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Ghatal
নিজস্ব চিত্র

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের।জানা যায়,রামচন্দ্রপুর গ্রামেরই বেরা পাড়ায় প্রায় ৫৫ টির মতো পরিবারের বসবাস। একটি মাত্র টিউবওয়েল থেকেই পানীয় জল নিয়ে পাড়ায় চলছিল খাওয়া দাওয়া।হঠাৎ করেই এক বছর আগে ওই টিউবওয়েল খারাপ হওয়ার কারণেই তীব্র পানীয় জলের সঙ্কটে পড়েছেন এলাকার মানুষজন। এলাকাবাসীদের দাবি,প্রায় এক বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন তাঁরা।

Ghatal
নিজস্ব চিত্র

গ্রামের একটি মাত্র টিউবওয়েল থেকেই এক বৎসর ধরে বিকল জলের কল।অন্যের বাড়ি থেকে জল বা কৃষিকাজে ব্যবহৃত মাঠের পাম্প থেকে জল এনে পানীয় হিসাবে ব্যবহার করতে হচ্ছে। আর এতেই তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন।অভিযোগ,স্থানীয় প্রশাসন গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও পানীয় জলের সুরাহা হয়নি।যদিও গ্রামের বেশ কয়েকজন যুবকের দাবি গত নির্বাচনে ওই বুথে ভোটে তৃণমূল লিড না পাওয়ার কারণ হিসাবে এই সমস্যা তৈরি করে রাখা হয়েছে বলে মনে করছে তারা।

Ghatal

দ্রুত পানীয় জলের সমস্যা না মিটলে আগামী দিনে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামের মানুষজন।এমনকি এক বছর আগে গ্রামে বসানো হয়েছিল সজলধারা প্রকল্প,গ্রামের মানুষরা জানাচ্ছেন সজল ধারা প্রকল্পে বিদ্যুৎ সংযোগের জন্য বাড়ি বাড়ি ১৭০ টাকা করে নেওয়া হয়েছিল কিন্তু এক বৎসর কেটে গেল সজল ধারার বিদ্যুৎ সংযোগ হয়নি বলে অভিযোগ। যদিও এলাকার মানুষদের সমস্যার কথা স্বীকার করে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ বারিক বলেন,ঘটনা জানতে পেরেছি খুবই দুঃখজনক,তবে ইতিমধ্যে গ্রামে গিয়ে খোঁজ নিয়ে আশ্বাস দিয়ে এসেছি দ্রুততার সাথে কাজ করে দিন কয়েকের মধ্যে সমস্যা মিটিয়ে দেওয়া হবে।এবিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি জানান,স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছে পানীয় জলের জন্য একটি টিউবওয়েল এক সপ্তাহের মধ্যে বসাতে না পারলে পঞ্চায়েত সমিতিকে জানাতে বলেছি আমরা ব্যবস্থা করে দেব।এখন দেখার কবে গ্রামের মানুষের পানীয় জলের সমস্যা মেটে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.