পত্রিকা প্রতিনিধিঃ সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারতের অন্যান্য রাজ্যও। আর এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে বাংলার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ফের নতুন করে করোনা আক্রান্ত হলেন ১২২ জন।
ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৪ জন , পূর্ব মেদিনীপুর জেলায় ৮০ জন ও ঝাড়গ্রাম জেলায় আক্রান্ত হয়েছেন ৮ জন বলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে।
তবে এই ৩ জেলায় বেড়ে চলা করোনা গ্রাফ কমাতে নতুন করে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। তবে এরাজ্যে ভোট শুরু হওয়ায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত , কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, দেশের ১৬টি রাজ্যে কোভিড সংক্রমণের হার বেড়েছে সব থেকে বেশি। সরকারী তথ্য অনুসারে, এই ১৬টি রাজ্যের মধ্যে ৬টি তে, গত ১০ দিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশে যে ১৬টি রাজ্যে দ্রুত গতিতে ছড়িয়ে পরছে করোনা, সেগুলি হল – মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, গুজরাট, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, কেরল, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ। দেশে করোনা সংক্রমণের হার বা কেসলোড যা ১০ দিন আগে ৫ শতাংশেরও কম ছিল, এখন দ্বিগুণ হয়ে গিয়েছে।