Nandigram
আরও পড়ুন ঃ–নন্দীগ্রামের মাটি থেকে হুঙ্কার ,‘৯০ শতাংশ ভোট পাব’ বললেন মমতা
পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ৩০টি আসনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়াই শেষ হল ভোটগ্রহণ প্রক্রিয়া।
তবে তাঁর দেখা মিলল আশ্চর্য ঘটনা। জীবিত অথচ ভোটার তালিকায় তাঁরা মৃত। তাই ভোট কেন্দ্রে সকাল থেকে রীতিমত লাইন দিয়ে গরমের কষ্ট সহ্য করে বুথে ঢুকেও কোন লাভ হল না ।
জীবিত থাকলেও ভোটার লিস্টে মৃত দম্পতিকে ফিরে আসতে হল ভোট না দিয়েই। এমই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার হাইভোল্টেজ নন্দীগ্রামের। প্রসঙ্গত, এ রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনে ৮ দফায় ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই মতো গত ২৭ তারিখ পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি আসনের মধ্যে ৭টি আসন সহ ৩০টি আসনে ভোট গ্রহন হয়েছে । বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার বাকি ৯টি আসন সহ ৩০টি আসনে ভোট গ্রহন হচ্ছে। সেই মতো নন্দীগ্রামে ব্রজমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে, ভোট না দিয়ে ফিরতে হল স্বামী সুভাষচন্দ্র পট্টনায়ক ও স্ত্রী নিবেদিতা পট্টনায়ক’কে।
তদের অভিযোগ, ব্রজমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৯ এ বুথের ভোট দিতে গেলে তাদের মৃত বলে ভোটার লিস্টে উল্লেখ রয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার। তাই ভোট না দিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়। কিন্তু বাইরে বেরিয়ে এসে দলীয় বুথ ক্যাম্পে গিয়ে দেখেন তাদের ভোটার লিস্টে কোনো মৃত বলে লেখা নেই । যা নিয়ে সংশয় পড়েন সুভাষ বাবু ও তার স্ত্রী। তবে কি ভাবে তাঁরা ভোট দেবেন কিংবা আগামীদিনে কি ভাবে নিজেদের নাম ভোটার তালিকায় তুলবেন সেই নিয়ে চিন্তায় পড়েছে এই দম্পতি ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Nandigram
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore